AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রশ্মিতা কিংবা পিয়া নন, এই নারীকেই প্রথম মন দিয়েছিলেন, কে ছিলেন অনুপমের প্রথম স্ত্রী?

Anupam Roy First Wife: আগামী ২ মার্চ, কলকাতায়, আইনি মতে, অর্থাৎ রেজিস্ট্রি করে বিয়ে করবেন বাঙালি গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং বাঙালি গায়িকা প্রশ্মিতা পাল। কিন্তু এই প্রথম না, অনুপম আগেও দু'বার বিয়ে করেছেন। এবং তাঁর প্রথম স্ত্রী কলকাতারই মেয়ে। জানেন তিনি কে?

প্রশ্মিতা কিংবা পিয়া নন, এই নারীকেই প্রথম মন দিয়েছিলেন, কে ছিলেন অনুপমের প্রথম স্ত্রী?
অনুপম রায়।
| Updated on: Feb 27, 2024 | 2:14 PM
Share

অনুপমের প্রাক্তন স্ত্রী, তথা দ্বিতীয় প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে কে না চেনেন। তিনি প্রতিভাময়ী গায়িকা, মেধাবী ছাত্রী এবং সমাজসেবিকা। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার পর অনুপমেরই প্রিয় বন্ধু অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন ২৭ নভেম্বর। বিয়ে যে হবে, সে খবর আগে থেকে কেউই জানতে পারেননি। ঘরোয়াভাবে কেবলমাত্র বিয়েটা সেরেছেন তাঁরা। বিয়ের খবর প্রকাশ্যে আসা মাত্রই ট্রোলের ময়দানে টেনে নামানো হয়েছে গায়ক অনুপম রায়কে। তাঁর প্রতি সহানুভূতির পাহাড়ও তৈরি করেছেন অনুরাগীরা। অনুপম একাকী, তাঁর লেখা গানেগুলোর সঙ্গে কীভাবে মিলেমিশে যাচ্ছে তাঁর জীবন, তা নিয়ে মিমও তৈরি হয়েছে অঢেল। এরপর কিছুটা সময় যেতেই ২৬ ফেব্রুয়ারি জানা গেল অনুপম বিয়ে করছেন এবং সেই পাত্রী টালিগঞ্জের গায়িকা প্রশ্মিতা পাল, যাঁকে ছবিতে প্লেব্য়াক করার জন্য ব্রেক দিয়েছিলেন রাজ চক্রবর্তী। কিন্তু জানেন কি অনুপমের প্রথম স্ত্রী কে?

অনুপম যখন কেউ ছিলেন না। তাঁর গানগুলো যখন কেবলই তাঁর গানের খাতায় বন্দি, সে সময় প্রেম আসে জীবনে। অনুপম তখন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র। ছাত্রাবস্থার সেই প্রেমিকার হাত ধরে অনেকগুলো স্বর্ণালি দিন যাপন করেছেন অনুপম। ইউনিভার্সিটির প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। তাঁকেই বিয়েই করেন অনুপম। সে-ই অনুপমের প্রথম স্ত্রী। খুবই মেধাবী তিনি। শোনা যায়, বর্তমানে আইটি সেক্টরেই কাজ করেন তিনি।

বিয়ে করে অনুপম তাঁর স্ত্রীকে নিয়ে পাড়ি দেন বেঙ্গালুরুতে। কর্ণাটকের রাজধানীতে শুরু হয় সংসার। কিন্তু সেই বিয়েটা সুখের হল না। অল্প সময় যেতেই সম্পর্কে ছেদ পড়ে। বিয়ে ভাঙে। অনুপমের মন গেয়ে ওঠে, ‘আমাকে আমার মতো থাকতে দাও’। কিন্তু সময় সব কঠিন পরিস্থিতির উপরই মলম লাগিয়ে দেয়। অনুপমের জীবনেও দ্বিতীয় বসন্ত এল পিয়ার রূপ ধরে। ফের ভালবাসা। ফের বিয়ে। ফের বিয়ে ভাঙল। তৃতীয়বার বিয়ে করতে চলেছেন অনুপম রায়। ২ মার্চ বিয়ে। ঘরোয়া ভাবেই অনুষ্ঠান হবে। টালিগঞ্জের কাউকে আমন্ত্রণ জানান হয়নি সেই বিয়েতে। টিভিনাইন বাংলাকে অনুপম বলেছেন, “হ্যাঁ বিয়ে করছি, জায়গাটা এখনই বলতে চাইছি না, একটাই অনুষ্ঠান করছি। ২ মার্চ। কলকাতাতেই। টলিউড নয়, পরিবারের মানুষেরাই হাজির থাকবেন, সবাইকে ধন্যবাদ এত শুভেচ্ছার জন্য।”