আদরে মাখামাখি, নতুন বছরে কাকে সামনে আনলেন দিব্যজ্যোতি?

বেশ কয়েক বছর আগের কথা। ব্যাংককে গিয়েছিলেন ঘুরতে গিয়েছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। দেখা গিয়েছিল একটি হলুদ রঙের পাইথন সাপ জড়়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। আবারও একটি নতুন ছবি পোস্ট করেছেন দিব্যজ্যোতি।

আদরে মাখামাখি, নতুন বছরে কাকে সামনে আনলেন দিব্যজ্যোতি?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 7:19 PM

বেশ কয়েক বছর আগের কথা। ব্যাংককে গিয়েছিলেন ঘুরতে গিয়েছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। দেখা গিয়েছিল একটি হলুদ রঙের পাইথন সাপ জড়়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। আবারও একটি নতুন ছবি পোস্ট করেছেন দিব্যজ্যোতি। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা বসে রয়েছেন একটি চিতা বাঘের সামনে। নিজের মনেই আদর করে চলেছেন চিতা বাঘকে। আর সেই বাঘও মনের সুখে নায়কের আদর খেয়ে যাচ্ছে।

এক সময় তো আবার কোলে ঘুমিয়েও পড়েছিল সে। বাঘের সঙ্গে নায়কের কাটানো এমনই এক ভিডিয়ো বছরের দ্বিতীয় দিনে রীতিমতো ভাইরাল। এই ভিডিয়ো পোস্ট করে অভিনেতা লেখেন, “ডেট উইথ চিতা।” এই ভিডিয়োতে এক অনুরাগী লিখেছেন,”তোমায় যত দেখি তত অবাক হই। যে তুমি কী ধাতু দিয়ে গড়া। একটুও ভয় নেই শরীরে।” আবার এক জন লেখেন, “ওলে বাবালে কী মিষ্টি গো। পুরো তোমার মতোই কিউট।”

উল্লেখ্য, একবার অভিনেতা জানিয়েছিলেন তিনি বাড়িতে পাইথন সাপ পুষতে চান। তিনি বলেছিলেন, “সাপ আমার চিরকালীন প্রিয় প্রাণী। বিশেষ করে পাইথন আমার ভীষণ ভাল লাগে। থাইল্যান্ডে গিয়ে দু’বার সাপের সঙ্গে সময় কাটিয়েছি।” সৃজিতের মতো দিব্যজ্যোতিও বাড়িতে পুষতে চান সাপ। তাঁর কিছু প্রিয় সাপ রয়েছে। তার মধ্যে অন্যতম পাইথন। তবে মায়ের অনুভূতি মিলছে না। অভিনেতা বলেছেন, “আমার মা অনুমতিই দিচ্ছেন না। যেদিন সেই অনুমতি মিলবে, তৎক্ষণাৎ আমার বাড়িতেও থাকবে দারুণ সব সুইট সাপ।”