আবারও বিস্ফোরক অনুষা, বিচ্ছেদ নিয়ে করণ মুখ খোলার পরেই ইনস্টাগ্রামে লিখলেন…
তাঁর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ অনুষার সম্পর্কে বলেন, “আমি দুই পরিবারের কথা ভেবে একদিন চুপ করে ছিলাম...
বিগত বেশ কিছু দিন ধরেই করণ কুন্দ্রা এবং অনুষা দাণ্ডেকরের বিচ্ছেদের কিসসায় উত্তাল সোশ্যাল মিডিয়ায়। চলছে অভিযোগ, পালটা অভিযোগ, কাদা ছোঁড়াছুঁড়ি। এরই মধ্যে আবার প্রকাশ্যে এসেছে অনুষার বর্তমান প্রেমের কথাও। অনুষা যখন সাক্ষাৎকারে দাবি করেছেন, করণ তাঁকে ঠকিয়েছে তখন করণের মুখে অন্য কথা।
তাঁর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ অনুষার সম্পর্কে বলেন, “আমি দুই পরিবারের কথা ভেবে একদিন চুপ করে ছিলাম। ও যা বলেছে সেটা ওর মতামত। আমি অনেক কিছুই বলতে পারতাম। কিন্তু বলিনি। সেটা আমার স্বভাব নয়। প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল আমাদের। তারপরও ও আমার বিরুদ্ধে যা সব বলেছে, সে সব শুনে হাসি পেয়েছে। কেউ কারও সম্পর্কে এত বিদ্বেষ কীভাবে তৈরি করতে পারে? আমি তো অনুষার থেকে অনেক কিছু শিখেছি। ওর এবং ওর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।”
আরও পড়ুন– ‘জাগরণ’-এ গান গাইছেন নেহা-সোনু, ভাইরাল তাঁদের ‘স্ট্রাগল পিরিয়ড’-এর ভিডিয়ো
View this post on Instagram
অন্যদিকে রবিবার ইনস্টাগ্রাম থেকে কারও নাম না করেই কয়েকটি পোস্ট করেন অনুষা। তিনি লেখেন, “যে সব মানুষ তুমি সত্যি বললে রেগে যায় আদপে তাঁরাই মিথ্যেকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে।” অন্য আর একটি পোস্টে তিনি লেখেন, “খারাপ লাগে যখন কোনী ব্যক্তি নিজের তৈরি করা মিথ্যেকেই সত্যি ভাবতে শুরু করে।” যদিও করণ এখনও অনুষার ওই সব পোস্টের কোনও পাল্টা উত্তর দেননি।
View this post on Instagram
এই বছরের জানুয়ারি মাসে ব্রেকআপের কথা নিজেই জানান অনুষা। তিনি লেখেন, ” … আমায় চিট করা হয়েছে। মিথ্যে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো ক্ষমা চাওয়া হবে। কিন্তু তা হয়নি, আমি বুঝেছি, আমাকেই ক্ষমা করে দিতে হবে। বেরিয়ে আসতে হবে। পজিটিভিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে।” অনুষ্কার জীবনে যদিও এখন অন্য পুরুষ এসেছেন তিনি হলেন জ্যাশন শাহ। যিনি ‘ঝাঁসি কি রানি’, ‘ফিতুর’, ‘ব্যারিস্টার বাবু’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে এ কথা ফাঁস করেছেন জ্যাশন নিজেই।