AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুষ্কাকে চরম অপমান রণবীরের! ‘পরিবারটাই এমন, নিতু কাপুরকেও…’

Anushka Sharma: এমনিতে তাঁরা ভীষণ ভাল বন্ধু। দু'জনের মধ্যে মারাত্মক সদ্ভাব। চলতে থাকে খুনসুটি। কথা হচ্ছে রণবীর কাপুর ও অনুষ্কা শর্মার। তবে যতই বন্ধুত্ব থাকুক না কেন, এভাবে অপমান! ভাইরাল ভিডিয়ো দেখে রণবীরের প্রতি রাগে ফেটে পড়েছেন ভক্তরা। কেন জানেন?

অনুষ্কাকে চরম অপমান রণবীরের! 'পরিবারটাই এমন, নিতু কাপুরকেও...'
অনুষ্কাকে চরম অপমান রণবীরের!
| Updated on: Feb 12, 2024 | 4:19 PM
Share

এমনিতে তাঁরা ভীষণ ভাল বন্ধু। দু’জনের মধ্যে মারাত্মক সদ্ভাব। চলতে থাকে খুনসুটি। কথা হচ্ছে রণবীর কাপুর ও অনুষ্কা শর্মার। তবে যতই বন্ধুত্ব থাকুক না কেন, এভাবে অপমান! ভাইরাল ভিডিয়ো দেখে রণবীরের প্রতি রাগে ফেটে পড়েছেন ভক্তরা। কেন জানেন? বেশ কিছু বছর আগের ঘটনা। করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন অনুষ্কা ও রণবীর। ছবির প্রচারে করণ জোহর নিজেই সাক্ষাৎকার নিচ্ছিলেন অনুষ্কা ও রণবীরের।হঠাৎ করেই অনুষ্কা বলেন, ‘ইটস রেইনিং ব্যাডলি’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। অনুষ্কাকে থামিয়ে দেন রণবীর। পাল্টা বলে ওঠেন, “রেইনিং ব্যাডলি বলে কিছু হয় না, ওটাকে বলে টরেনশিয়াল রেন, তুমি দেখছি ইংরেজি কিছুই জান না।”

এভাবে বলায় খানিক অপ্রস্তুত হয়ে পড়েন অনুষ্কা। তিনি বলেন, ” আমি তো সরকারি স্কুলে পড়েছি। এত ভাল ইংরেজি আমি জানি না।” কিন্তু করণ বা রণবীর কেউই ছাড়ার পাত্র নন। অনুষ্কা নানা শক্ত ইংরেজি শব্দ দিয়ে বিব্রত করতে শুরু করেন তিনি। আর এতেই রেগে গিয়েছেন অনুষ্কার ভক্তরা। একজন লিখেছেন, “বছর খানেক আগে আর এক ভিডিয়ো দেখেছিলাম। যেখানে এই টরেনশিয়াল শব্দ প্রসঙ্গেই রণবীরের মা নিতু কাপুর বলেছিলেন, তাঁর স্বামী ঋষি কাপুর ওই শব্দের মানে না জানার কারণে তাঁকে অপদস্থ করেন। ছেলেও দেখছি তেমনই।” আর একজন লিখেছেন, “খুবই জঘন্য মানসিকতা। অনুষ্কাকে নিয়ে এভাবে মজা করার কোনও মানেই হয় না।”

সে যাই হোক, এমনিতে কিন্তু তাঁদের মধ্যে সম্পর্ক ভালই। অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে রণবীরকে তাঁর বেস্ট ফ্রেন্ড হিসেবেও পরিচয় দিয়েছেন অনুষ্কা। অনুষ্কা নন-ফিল্মি পরিবারের মানুষ। তাঁর বাবা ছিলেন সেনাবাহিনীতে। আর বাবার কারণেই সারা ভারতেই ছোটবেলাউ ঘুরে বেড়াতে হয়েছে তাঁকে। তাঁর ছোটবেলা কেটেছিল অসমে। সেখানকারই এক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।