
জানুয়ারিতেই দুই থেকে তিন হবেন তাঁরা। নতুন বছরের প্রথমেই ঘরে আসবে নতুন সদস্য। তাঁরা অর্থাৎ বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায় চলছে নায়িকার। কেমন আছেন তিনি?
অনুষ্কা যে ভাল আছেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সম্ভব। আর সেখানে রীতিমতো অ্যাক্টিভ তারকারা। অনুষ্কা নিজের শারীরিক আপডেট সোশ্যাল ওয়ালেই দিয়েছেন। কিন্তু মজার ছলে। আর তাঁর হিউমার দেখে অনুরাগীদের মনে হয়েছে, মনও ভাল রয়েছে নায়িকার। সে কারণেই নিজেকে নিয়ে মজা করতে পেরেছেন অনুষ্কা।
অনুষ্কা ইনস্টাগ্রামে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে বসে রয়েছেন। হাতে রয়েছে খাবারের পাত্র। হাসিমুখে তাকিয়ে রয়েছেন তিনি। পুরনো এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পুরনো ছবি, যখন আমি এভাবে বসতে এবং খেতে পারতাম। এখন আর এভাবে বসতে পারি না। কিন্তু খেতে পারি।’
আরও পড়ুন, জন্মদিন আসছে, এ বছর কীভাবে সেলিব্রেট করবেন সলমন?
এখন অনুষ্কার শরীরে যা অবস্থা, তাতে এভাবে বসতে পারা সম্ভব নয়। অন্তঃসত্ত্বা হওয়ার পর যা যা বদল এসেছে, তা হাসিমুখেই গ্রহণ করেছেন তিনি। ডায়েট ভুলে গিয়ে এই কয়েক মাসে পছন্দের খাবার খেয়েছেন। নিজের পুরনো ছবি নিয়ে মজা করার এই ঘটনা অনুরাগীদেরও পছন্দ।
আরও পড়ুন, প্রত্যেক ছবির গল্প আলাদা, তাহলে প্রোমোশন এক হবে কেন?
মা হওয়ার পর দ্রুত ফ্লোরে ফেরার ট্রেন্ড সেট করেছিলেন করিনা কপূর খান। তৈমুরের জন্মের কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করতে চান করিনা। যদিও অনুষ্কা সাময়িক বিরতি চান বলেই বলি সূত্রে খবর। আপাতত সন্তান তাঁর প্রায়োরিটি। তাই কবে ফের অভিনয়ে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর প্রযোজনার কাজ চলবে পুরোদমে।