Anushka Sharma Virat Kohli wedding anniversary: চলতি বছরের বিবাহবার্ষিকী বিরাট অনুষ্কার কাছে কেন স্পেশাল?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Dec 11, 2021 | 7:28 PM
Anushka Sharma Virat Kohli wedding anniversary: বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে লম্বা চিঠি লিখেছেন বিরাট। চার বছর ধরে তাঁর বোকার মতো জোকস এবং আলসেমি নাকি সহ্য করছেন অনুষ্কা।
1 / 7
১১ ডিসেম্বর। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহালির জীবনে এক বিশেষ দিন। এই দিনেই বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। চার বছর দাম্পত্যের পর তাঁদের জীবনের অন্যতম সম্পদ একমাত্র কন্যা ভামিকা।
2 / 7
এখন বিরাট অনুষ্কার জীবন জুড়ে কয়েছে ভামিকা। অনুষ্কা এক সময় জানান, ভামিকা ঘুম থেকে উঠে পড়ার আগে নাকি ব্রেকফার্স্ট শেষ করে নেওয়ার চেষ্টা করেন দম্পতি।
3 / 7
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে লম্বা চিঠি লিখেছেন বিরাট। চার বছর ধরে তাঁর বোকার মতো জোকস এবং আলসেমি নাকি সহ্য করছেন অনুষ্কা।
4 / 7
বিরাটের কাছে অনুষ্কা সবথেকে সৎ, সাহসী মহিলা যিনি সবথেকে বেশি ভালবাসতে জানেন। সব দিক থেকেই যেন অনুষ্কা সম্পূর্ণ করে তুলেছেন তাঁকে।
5 / 7
তবে চলতি বছরের বিবাহবার্ষিকী দম্পতির কাছে সবথেকে বেশি স্পেশাল। কারণ এ বছরই পরিবার হিসেবে তাঁরা দাম্পত্য সেলিব্রেট করছেন বলে মনে করেন বিরাট।
6 / 7
অনুষ্কা শর্মা একদিকে মাতৃত্ব অন্যদিকে অভিনয় এবং প্রযোজনার কাজ সমান ভাবে সামলে যাচ্ছেন। বিরাটের সমর্থন না পেলে এটা সম্ভব ছিল না বলে জানিয়েছেন।
7 / 7
অন্যদিকে বিরাটের সাফল্যের পিছনে অনুষ্কার নিরন্তর সমর্থন রয়েছে বলে জানিয়েছিলেন তিনিও।