Anushka Sharma Virat Kohli wedding anniversary: চলতি বছরের বিবাহবার্ষিকী বিরাট অনুষ্কার কাছে কেন স্পেশাল?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 11, 2021 | 7:28 PM

Anushka Sharma Virat Kohli wedding anniversary: বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে লম্বা চিঠি লিখেছেন বিরাট। চার বছর ধরে তাঁর বোকার মতো জোকস এবং আলসেমি নাকি সহ্য করছেন অনুষ্কা।

1 / 7
১১ ডিসেম্বর। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহালির জীবনে এক বিশেষ দিন। এই দিনেই বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। চার বছর দাম্পত্যের পর তাঁদের জীবনের অন্যতম সম্পদ একমাত্র কন্যা ভামিকা।

১১ ডিসেম্বর। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহালির জীবনে এক বিশেষ দিন। এই দিনেই বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। চার বছর দাম্পত্যের পর তাঁদের জীবনের অন্যতম সম্পদ একমাত্র কন্যা ভামিকা।

2 / 7
এখন বিরাট অনুষ্কার জীবন জুড়ে কয়েছে ভামিকা। অনুষ্কা এক সময় জানান, ভামিকা ঘুম থেকে উঠে পড়ার আগে নাকি ব্রেকফার্স্ট শেষ করে নেওয়ার চেষ্টা করেন দম্পতি।

এখন বিরাট অনুষ্কার জীবন জুড়ে কয়েছে ভামিকা। অনুষ্কা এক সময় জানান, ভামিকা ঘুম থেকে উঠে পড়ার আগে নাকি ব্রেকফার্স্ট শেষ করে নেওয়ার চেষ্টা করেন দম্পতি।

3 / 7
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে লম্বা চিঠি লিখেছেন বিরাট। চার বছর ধরে তাঁর বোকার মতো জোকস এবং আলসেমি নাকি সহ্য করছেন অনুষ্কা।

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে লম্বা চিঠি লিখেছেন বিরাট। চার বছর ধরে তাঁর বোকার মতো জোকস এবং আলসেমি নাকি সহ্য করছেন অনুষ্কা।

4 / 7
বিরাটের কাছে অনুষ্কা সবথেকে সৎ, সাহসী মহিলা যিনি সবথেকে বেশি ভালবাসতে জানেন। সব দিক থেকেই যেন অনুষ্কা সম্পূর্ণ করে তুলেছেন তাঁকে।

বিরাটের কাছে অনুষ্কা সবথেকে সৎ, সাহসী মহিলা যিনি সবথেকে বেশি ভালবাসতে জানেন। সব দিক থেকেই যেন অনুষ্কা সম্পূর্ণ করে তুলেছেন তাঁকে।

5 / 7
তবে চলতি বছরের বিবাহবার্ষিকী দম্পতির কাছে সবথেকে বেশি স্পেশাল। কারণ এ বছরই পরিবার হিসেবে তাঁরা দাম্পত্য সেলিব্রেট করছেন বলে মনে করেন বিরাট।

তবে চলতি বছরের বিবাহবার্ষিকী দম্পতির কাছে সবথেকে বেশি স্পেশাল। কারণ এ বছরই পরিবার হিসেবে তাঁরা দাম্পত্য সেলিব্রেট করছেন বলে মনে করেন বিরাট।

6 / 7
অনুষ্কা শর্মা একদিকে মাতৃত্ব অন্যদিকে অভিনয় এবং প্রযোজনার কাজ সমান ভাবে সামলে যাচ্ছেন। বিরাটের সমর্থন না পেলে এটা সম্ভব ছিল না বলে জানিয়েছেন।

অনুষ্কা শর্মা একদিকে মাতৃত্ব অন্যদিকে অভিনয় এবং প্রযোজনার কাজ সমান ভাবে সামলে যাচ্ছেন। বিরাটের সমর্থন না পেলে এটা সম্ভব ছিল না বলে জানিয়েছেন।

7 / 7
অন্যদিকে বিরাটের সাফল্যের পিছনে অনুষ্কার নিরন্তর সমর্থন রয়েছে বলে জানিয়েছিলেন তিনিও।

অন্যদিকে বিরাটের সাফল্যের পিছনে অনুষ্কার নিরন্তর সমর্থন রয়েছে বলে জানিয়েছিলেন তিনিও।

Next Photo Gallery