নতুন বাংলা ছবিতে মায়ের চরিত্রে অপরাজিতা, আচমকা বন্ধ শুটিং!
অপরাজিতার মেয়ের চরিত্রটি করেছিলেন মধুমিতা সরকার। অপরাজিতা বাংলা ধারাবাহিক হোক বা বাংলা ছবি, মায়ের চরিত্র ফুটিয়ে তোলেন অসাধারণভাবে। তিনি ব্যক্তিগত জীবনে মা হননি।

সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ-র তত্ত্বাবধানে তৈরি নতুন বাংলা ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। অপরাজিতা জানিয়েছিলেন, ‘’মা-ছেলের গল্প এটা। মা ভালো। তবে ভীষণ কড়া। ছেলে কী করবে আর কী করবে না তা নিয়ে মায়ের যে ভাবনা, সেটা ঘিরে জটিলতা রয়েছে।’’ লক্ষণীয় অপরাজিতা মায়ের চরিত্র করেছেন, এমন ছবি বাংলার দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন এর আগে। যেমন মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’। সেখানে অপরাজিতার মেয়ের চরিত্রটি করেছিলেন মধুমিতা সরকার। অপরাজিতা বাংলা ধারাবাহিক হোক বা বাংলা ছবি, মায়ের চরিত্র ফুটিয়ে তোলেন অসাধারণভাবে। তিনি ব্যক্তিগত জীবনে মা হননি। অভিনয়ের সময়ে কি চারপাশের মায়েদের দেখে প্রস্তুতি নেন? অপরাজিতার উত্তর, ”সারদাদেবী কোনওদিন মা হননি, কিন্তু সকলের মা। মাদার টেরিজা কোনওদিন মা হননি। কিন্তু সকলের মা। মাতৃত্ব মানুষের মধ্যে থাকে। এটা একটা সত্তা। মা না হয়েও, মাতৃত্বের ভাষা জানা যায়। সেটা প্রয়োগ করা যায়। শুধু মা হলেই মাতৃত্ব অনুভব করা যায়, এমনও নয়। যে মা শুধু নিজের সন্তানের কথা ভাবে, সে স্বার্থপর। প্রকৃত মা শুধু নিজের সন্তানের কথা ভেবে বসে থাকতে পারেন না। তিনি সকল সন্তানের কথাই ভাবেন।’’
ছবিতে অপরাজিতার ছেলের চরিত্রে দেখা যাবে এক নামী অভিনেতাকে। ছবিটা সম্পর্কে এত দিন কিছু ঘোষণা করা হয়নি প্রযোজক বা পরিচালকের তরফে। অপরাজিতার অভিনয় দেখার জন্য অপেক্ষা করেন দর্শকরা। এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। তবে পরপর তিনটে ছবির কাজ আছে অভিনেত্রীর। এর বাইরেও নাচ তাঁর প্যাশন। অপরাজিতার সোশ্যাল মিডিয়া পোস্টে তার ঝলক দেখা যায়। তবে ১৬ এপ্রিল সকালে নতুন মোড় এল। পরিচালক সুদেষ্ণা রায় ফেসবুক লাইভ করে জানালেন, ‘গল্প হলেও সত্যি’ ছবির সেট তৈরির কাজে আসেননি টেকনিশিয়ানরা। শুটিং হবে কিনা, তিনি বুঝতে পারছেন না। তাই ১৮ তারিখ থেকে অপরাজিতার ডেট দেওয়া থাকলেও, শিডিউলে পরিবর্তন আসবে। গত বছর রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা ছবিতে কাজ করার কথা ছিল অপরাজিতার। তবে ফেডারেশনের সঙ্গে পরিচালকের সমস্যার জেরে, সেই ছবির শুটিং বন্ধ হয়ে যায়।





