অপরাজিতা আঢ্য, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দাপটের সঙ্গে রাজত্ব করছেন সিনেপাড়ায়। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি, ছোটপর্দা তাঁর তালিকায় একগুচ্ছ ভাল চরিত্র। সঞ্চালনা থেকে শুরু করে নাচ, গান, নিজেকে কাজের মধ্যে রাখতেই বেশি পছন্দ করেন তিনি। বেশ কিছু কাজের প্রস্তাবও তাঁর ঝুলিতে। সদ্য একাধিক ছবির কাজ শেষ করে ফিরেছেন। তাতেও থেমে থাকা ন.ষ তিনি যেন সব সময় ব্যস্ত। তবে কাজের ফাঁকে ফাঁকে তিনি সোশ্যাল মিডিয়ায় হাজিরা দিতে বিন্দুমাত্র ভুলে যান না। তিনি অপরাজিতা, তাঁকে নিয়ে দর্শক মনে কমবেশি কৌতুহল তুঙ্গে। ঝড়ে ফলে তাঁর পোস্ট আসা মাত্রই কম বেশি সকলের নজর কাড়ে।
কখনও ভিডিয়ো, কখনও আবার ছবির ক্লিপিং। অপরাজিতা আঢ্য মানেই ভাইরাল পোস্ট। সকলের নজর কেড়ে কখনও একান্তে কখনও আবার ভিড়ের মাঝেই দর্শকদের জন্য ছবি পোস্ট করে থাকে। সেখানে কখনও থাকে সুন্দর সুন্দর ক্যাপশন, কখনও আবার জীবনের ইতিবাচক বিভিন্ন ব্যপশনের ভয়েজ ওভার। যা তাঁর জীবনের সঙ্গে যেন একাত্ম হয়েই ফ্রেমে ধরা দয়ে। তবে না, এবার আর অন্য কোনও বিশেষ ভিডিয়ো কিংবা ক্লিপিং নয়। অপরাজিতা নিজেই লিখলেন মনের কোণে লুকিয়ে থাকা অনুভূতি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”শীতলে বোঝা যায় কটা পাতা ঝরে গেল আর কটা পাতার টিকে গেল যে কটা থেকে গেল বসন্ত পাওয়ার অধিকার তাদেরই আছে”।
অপার জীবনের তল পেতে গেলে এই কয়েকটি শব্দই যেন যথেষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে বহু সম্পর্ক যেমন গজিয়ে ওঠে, বহু সম্পর্ক তেমনই আবার পলকে হারিয়ে যায়। কিন্তু যাঁরা শেষ বেলায় থেকে যায়, তাঁরা বোধহয় বসন্তের অধিকারী। এখন তিনি একাধিক কাজ নিয়ে ব্যস্ত। চলছে বেশ কয়েকটি শুটিং-ও। তারই মাঝে কিছুটা নিজের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত অপরাজিতে সামনে এল অন্যলুক।