Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার থেকে আদর খেয়ে এলেন অপরাজিতা? ছবি দিয়ে নিজেই করলেন রহস্য ভেদ

Aparajita Adhya: মাঝে মধ্যেই নিজের সমস্ত আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়, কখনও শুটিং মাঝে ক্রিকেট খেলছেন, কখনও আবার অবসরে রিলস বানাচ্ছেন। এবার কার থেকে আদর খেয়ে এলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন অপরাজিতা।

কার থেকে আদর খেয়ে এলেন অপরাজিতা? ছবি দিয়ে নিজেই করলেন রহস্য ভেদ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 3:25 PM

অপরাজিতা আঢ্য, টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সিনেমার পর্দা হোক কিংবা ধারাবাহিক, অপরাজিতা আঢ্য মানেই দর্শক মনে খানিক বাড়তি চাহিদা। প্রতিটা চরিত্রকেই অপরাজিতে চেষ্টা করেন নিজের করে নিতে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন নিজেকে অনেকটাই। নাচ-অভিনয় নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি চলে চঞ্চালনার কাজও। অপরাজিতা আঢ্য বরাবরই নাচতে পছন্দ করেন। দিন দিন সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছেন সক্রিয়। মাঝে মধ্যেই নিজের সমস্ত আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়, কখনও শুটিং মাঝে ক্রিকেট খেলছেন, কখনও আবার অবসরে রিলস বানাচ্ছেন। এবার কার থেকে আদর খেয়ে এলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন অপরাজিতা।

বরাবরই ঈশ্বরে বিশ্বাসী অপরাজিতা, এবার সময় করে নৈহাটির বড়মার দর্শন করে এলেন শনিবার। আর রবিবার সকাল সকাল লেক কালীবাড়িতে গিয়ে মায়ের দর্শন করে আসলেন। নৈহাটির বড়মায়ের মন্দির হয়েছে সদ্য, ২০২৩ সালে কালীপুজোর আগেই এই মন্দির উদ্বোধন করা হয়েছিল। সেখানে গিয়েই পুজো দিলেন তিনি। সেই দুই মায়ের সঙ্গে ছবি তুলে এবার সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী, কমেন্টে লিখলেন, ‘গতকাল নৈহাটিতে বড়মার কাছে আর আজকে লেক কালী বাড়ির মায়ের কাছে আদর খেতে এসেছি। জয় মা।’

প্রসঙ্গত, বর্তমানে ধারাবাহিকের কাজে ব্যস্ত রয়েছে টেলিপাড়ার লক্ষী কাকিমা। ধারাবাহিকের নাম, জল থৈথৈ ভালবাসা। পাশাপাশি সঞ্চালনার কারও করছেন তিনি। অপরাজিতা বরাবরই ভীষণ খোলা মনের মানুষ। মেন যা আসে, মন খুলে অধিকাংশ সময়ই বলে দেন। খুব একটা রাখঢাক নেই তাঁর। আর এই কারণেই তিনি সেটে থাকা মানেই বেশ মজা করেই সময় কেটে যায় সকলের। মাঝে মধ্যে ছবির প্রস্তাবও পৌঁছে যাচ্ছে অপরাজিতার কাছে।