‘আমি পাগলের মতো ভালোবাসতাম তাঁকে…’,কাকে নিয়ে বললেন অপরাজিতা

অপরাজিতার মধ্যেও যে এমন ফ্যান-গার্ল লুকিয়ে আছে, তা অনেকেই জানতেন না। অপরাজিতা প্রসেনজিতের নায়িকা হয়েও ছবি করেছেন। যার মধ্যে অন্যতম 'প্রাক্তন' বা 'কিশোরকুমার জুনিয়র'। দু' জনকে জুটি বেঁধে আবার কবে বড়পর্দায় দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন করেছেন অপরাজিতার অনুরাগীরা।

আমি পাগলের মতো ভালোবাসতাম তাঁকে...,কাকে নিয়ে বললেন অপরাজিতা

| Edited By: Bhaswati Ghosh

Jul 25, 2025 | 9:10 AM

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা অপরাজিতা আঢ্যর। একটা বিজ্ঞাপনের শুটিং করছিলেন তাঁরা। শুটিংয়ের ফাঁকে প্রসেনজিত্‍ অপরাজিতার দারুণ কিছু ছবি তুলে দিয়েছেন। এতেই আপ্লুত অপরাজিতা। তিনি ফেসবুকে লিখলেন, ”ছাত্রীজীবনের একটা বড়ো অংশ জুড়ে ছিল একটা স্বপ্ন— একটা ভালবাসা…নামটা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, ঠিক ধরেছো… আমাদের সবার বুম্বাদা। আমি পাগলের মতো ভালোবাসতাম তাঁকে। ছোট্ট একটা ঘরে দেওয়াল জুড়ে তাঁর ছবি, বালিশের নীচে লুকিয়ে রাখা প্রিয় মুখটা… যেন ঘুমের মধ্যেও পাশে থাকেন। হাতখরচের টাকাটা জমিয়ে জমিয়ে কিনতাম ম্যাগাজিন আর পোস্টার — শুধুমাত্র একটা নতুন ছবি পাওয়ার আশায়। আজ… এতগুলো বছর পর, যখন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে আমাকে বলেন, “অপা, আয়… তোর একটা ছবি তুলে দিই” তখন আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাই। মনে হয়… এটা কি সত্যি? নাকি আমি এখনো সেই বালিশের তলায় রাখা ছবিটার স্বপ্নে ডুবে আছি? কিন্তু না… এটা স্বপ্ন নয়। এটা সেই মুহূর্ত, যেটা কেবল তখনই সম্ভব, যখন ইউনিভার্স কাউকে নিঃশর্ত ভালোবাসে। আর আজ আমি জানি —ইউনিভার্স আমায় খুব ভালোবাসে… নিঃশব্দে।”
অপরাজিতার এই পোস্টে মুগ্ধ অনুরাগীরা। অপরাজিতার মধ্যেও যে এমন ফ্যান-গার্ল লুকিয়ে আছে, তা অনেকেই জানতেন না। অপরাজিতা প্রসেনজিতের নায়িকা হয়েও ছবি করেছেন। যার মধ্যে অন্যতম ‘প্রাক্তন’ বা ‘কিশোরকুমার জুনিয়র’। দু’ জনকে জুটি বেঁধে আবার কবে বড়পর্দায় দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন করেছেন অপরাজিতার অনুরাগীরা।