টলিপাড়ার নায়িকারা অতীত! সান বাংলায় দুর্গা হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 26, 2024 | 9:25 PM

Mohishashurmardini: আর মাত্র কয়েক দিন বাকি। শেষ পিতৃপক্ষ। সূচনা হবে দেবীপক্ষের। ২ অক্টোবর। প্রতি বছর এই দিনটায় ভোরবেলা মহিষাসুরমর্দিনী শোনার অপেক্ষায় থাকেন সবাই। সেই ট্রেডিশনে এখনও ভাটা পড়েনি। তবে নতুন প্রজন্ম মহিষাসুরমর্দিনী রেডিয়োয় শোনার পরিবর্তে আজকাল টেলিভিশনে দেখে বেশি।

টলিপাড়ার নায়িকারা অতীত! সান বাংলায় দুর্গা হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার

Follow Us

আর মাত্র কয়েক দিন বাকি। শেষ পিতৃপক্ষ। সূচনা হবে দেবীপক্ষের। ২ অক্টোবর। প্রতি বছর এই দিনটায় ভোরবেলা মহিষাসুরমর্দিনী শোনার অপেক্ষায় থাকেন সবাই। সেই ট্রেডিশনে এখনও ভাটা পড়েনি। তবে নতুন প্রজন্ম মহিষাসুরমর্দিনী রেডিয়োয় শোনার পরিবর্তে আজকাল টেলিভিশনে দেখে বেশি। ২০২৪ সালের মহালয়ার ভোরেও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়, কোয়েল মল্লিকের মতো নায়িকাদের দেখা যাবে দেবী দুর্গার সাজে মহিষাসুরমর্দিনীতে।

চলতি বছরে আবার রাজনন্দিনী পালকে দুর্গার সাজে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে এবার অন্য পথে হাঁটল সান বাংলা। না, এ বছর কোনও নায়িকা নয় মহিষাসুরমর্দিনীতে দেখা যাবে ইউটিউবার পায়েল বসাককে। তাঁকে নৃত্যশিল্পী হিসাবে চেনেন অনেকেই। তাঁর স্বামীও নৃত্যশিল্পী। কিছু দিন আগে তাঁদের ‘দাদাগিরি’র মঞ্চেও দেখেছিলেন দর্শক।

প্রথমবার কোনও ইউটিউবারকে দুর্গারূপে দেখা যাবে। এ প্রসঙ্গে TV9 বাংলাকে তিনি বললেন, “এমন একটা চ্যানেলে এই সুযোগ পাওয়াটাই আমার কাছে খুব বড় ব্যাপার ছিল। সান বাংলার কাছে কৃতজ্ঞ। মা দুর্গা শক্তির রূপ। এই চরিত্রটা ফুটিয়ে তোলা আমার কাছে খুব একটা সহজ ছিল না। অনেক দিন ধরে এই চরিত্রের প্রস্তুতি শুরু হয়েছিল। প্রথমে নার্ভাস লাগলেও ফ্লোরে গিয়ে মনে হয় দেবী মা-ই আমায় দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে। মায়ের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হত না। আশা করছি দর্শকের ভাল লাগবে আমাদের এই প্রচেষ্টা।”

Next Article