এআর রহমানের বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা গায়কের সহযোগী মোহনার

মঙ্গলবার রাতে একটি বিবৃতির মাধ্য়মে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। অনেক দিন ধরেই আর একসঙ্গে থাকতে পারছিলেন না তাঁরা। দীর্ঘ দিনের তিক্ততার জন্যই শেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

এআর রহমানের বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা গায়কের সহযোগী মোহনার

| Edited By: উত্‍সা হাজরা

Nov 20, 2024 | 5:52 PM

মঙ্গলবার রাতে একটি বিবৃতির মাধ্য়মে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। অনেক দিন ধরেই আর একসঙ্গে থাকতে পারছিলেন না তাঁরা। দীর্ঘ দিনের তিক্ততার জন্যই শেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। গায়কের বিবাহ বিচ্ছেদের ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও একজন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। তিনি হলেন রহমানের দলের বেসিস্ট মোহিনী দে। ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

মোহিনী গিটার বাদক তাঁর স্বামী একজন সুরকার। তাঁদের দুজনের কর্মক্ষেত্র একই। বিচ্ছেদ হলেও তাঁরা আগামী দিনে কাজ একসঙ্গেই করবেন। যৌথ পোস্টের মাধ্যমে তিনি লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।” এই মুহূর্তে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হোক তা চান না।