প্রয়াত গায়ককে দিয়ে গান গাওয়াচ্ছেন এ আর রহমান; কীভাবে অসম্ভবকে সম্ভব করছেন সঙ্গীতশিল্পী?
Ar Rahman: তামিল সুপারস্টার রজনীকান্তের ছবি 'লাল সেলাম'-এ এমন একটি গান থাকবে, যাতে থাকবে দুই প্রয়াত শিল্পীর কণ্ঠ। মৃত গায়ক বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বরকে বাঁচিয়ে তুলবেন রহমান। কীভাবে এই অসম্ভব সম্ভব হবে? তা হলে কী রহমান লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তির কণ্ঠস্বরকেও বাঁচিয়ে তুলতে পারেন?

ভারতীয় অস্কারজয়ী গায়ক এবং সঙ্গীত পরিচালক এআর রহমান মনে করেন, কুফলের পাশাপাশি প্রযুক্তির সুফলও রয়েছে। সেই কারণেই তিনি একটি বিপ্লব ঘটাতে চলেছেন গানের দুনিয়ায়। প্রয়াত দুই শিল্পীর কণ্ঠকে পুনরুজ্জীবিত করতে চলেছেন তিনি। এও কী সম্ভব? কিন্তু, কীভাবে?
তামিল সুপারস্টার রজনীকান্তের ছবি ‘লাল সেলাম’-এ এমন একটি গান থাকবে, যাতে থাকবে দুই প্রয়াত শিল্পীর কণ্ঠ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে প্রয়াত শিল্পীর কণ্ঠ ফের বাঁচিয়ে তুলবেন এ আর রহমান।
প্রয়াত সঙ্গীতশিল্পী বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বরকে ‘লাল সেলাম’- এর এই গানে ব্যবহার করতে চলেছেন এ আর রহমান। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রযোজনা সংস্থা তাঁদের ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটার) ঘোষণা করেছেন এই অভিনব বিষয়টি সম্পর্কে।
সংবাদ মাধ্যমকে রহমান বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা বাঁচিয়ে তুলেছি এই দুই শিল্পীর কণ্ঠ। এর জন্য আমরা অনুমতি নিয়েছি তাঁদের পরিবারের থেকেও। পরিবারকে উপযুক্ত পারিশ্রমিকও দেব আমরা।”
রহমানের এই অভিনব প্রয়াসকে বাহবা জানিয়েছেন অনেকেই। “গানের দুনিয়ায় এ এক বিপ্লব”, বলছেন তাঁরা। প্রয়াত শিল্পীর কণ্ঠকে ব্যবহার করার বিষয়টি যে প্রয়াত সংগীত শিল্পীদের বাঁচিয়ে তুলতে পারে, তা নিয়ে আশার আলো দেখছেন অনেকেই। লতা মঙ্গেশকর থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, প্রত্যেকের কণ্ঠই ব্যবহার করা যেতে পারে নতুন গান নির্মাণের ক্ষেত্রে। রহমান এও বলেছেন, প্রযুক্তি কেবল ধ্বংস করে না। এর সুফলও আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটাই জাদু। সেই জাদুকেই কাজে লাগানোর চেষ্টা করছি।”





