Bangladeshi: পিঠে স্ক্যান করলেই বোঝা যাবে বাংলাদেশি কি না! কীভাবে, দেখুন সেই ভিডিয়ো…
Viral Video: ভাইরাল একটি ভিডিয়ো, তাতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার মোবাইল ফোন দিয়ে লোকজনদের স্ক্যান করছেন। কীসের জন্য জানেন? এই স্ক্যান করলেই নাকি জানা যাবে ওই ব্যক্তির নাগরিকত্ব কী। তিনি ভারতীয় নাকি বাংলাদেশি বা অন্য কোনও দেশের নাগরিক!

লখনউ: যোগীরাজ্যে অদ্ভুত কাণ্ড। পুলিশের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ভাইরাল একটি ভিডিয়ো, তাতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার মোবাইল ফোন দিয়ে লোকজনদের স্ক্যান করছেন। কীসের জন্য জানেন? এই স্ক্যান করলেই নাকি জানা যাবে ওই ব্যক্তির নাগরিকত্ব কী। তিনি ভারতীয় নাকি বাংলাদেশি বা অন্য কোনও দেশের নাগরিক! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নও উঠেছে অনেক।
যেখানে পাসপোর্ট বা আধার কার্ড দেখে পরিচয়, নাগরিকত্ব নির্ধারণ করা হয়, সেখানেই উত্তর প্রদেশের পুলিশ অফিসার অজয় শর্মাকে দেখা গেল বিশেষ স্ক্যানার মেশিন ব্যবহার করতে, যা নাকি নাগরিকত্ব বলে দেয়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধমকাচ্ছেন। ওই ব্যক্তি কাকুতি-মিনতি করে বলছেন যে তিনি বিহারের বাসিন্দা। আর তখনই পুলিশ অফিসার বলেন, “পিঠে মেশিনটা ধরো। এই মেশিন বলে দেবে যে তুমি বাংলাদেশ থেকে কি না।”
“Put the machine on the person’s back. This machine shows you are from Bagladesh”
UP Police in Ghaziabad is roaming around with a “machine” that can detect your nationality. Here the cop could be seen putting a mobile on a person’s back. “This show you are from Bangladesh,” cop… pic.twitter.com/VtFURMx1NR
— Piyush Rai (@Benarasiyaa) January 1, 2026
জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল। উত্তর প্রদেশ পুলিশ এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, বাংলার মতো উত্তর প্রদেশেও চলছে এসআইআর প্রক্রিয়া। পাশাপাশি রাজ্যে অপরাধ দমন করতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাগরিকত্ব যাচাইয়ের জন্য বিভিন্ন নথি যাচাই করছে পুলিশ। তবে মোবাইলে স্ক্যান করে নাগরিকত্ব যাচাই? আপাতত মুখে কুলুপ পুলিশের।
