West Bengal Weather: শীত অনেক হয়েছে! এবার ঝঞ্ঝার খেলা শুরু, নামবে বৃষ্টি, পড়বে বরফ
Weather Update: ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়।

কলকাতা: ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, শীতের ছুটিতে শীত এবার জাঁকিয়েই পড়েছিল। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২ ডিগ্রির আশপাশে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। হাড়কাঁপানো উত্তরে হাওয়ায় ভোর আর রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। কিন্তু নতুন বছরে আবহাওয়ার নতুন আপডেট। বদলে যাচ্ছে তাপমাত্রা। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
কতটা বাড়বে তাপমাত্রা
হাওয়া অফিসের আপডেট বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কোপ বাড়ছে। তার জেরেই ফিকে হচ্ছে শীত। ২ দিনের মধ্যে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কলকাতার তাপমাত্রা। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে আরও বাড়বে গরম। ২ দিনে আরও ২ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তারপর দু-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে।
তবে ঝঞ্ঝা কাটলেই আবার ফিরবে জাঁকিয়ে শীত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে পঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঝঞ্ঝা।
উত্তরবঙ্গে কী প্রভাব?
আপাতত যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে, তার জেরে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
এছাড়া হবে তুষারপাত। ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাত হওয়ার সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু অংশেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বরফে ঢাকতে পারে সন্দাকফু, ফালুট, ঘুম, চটকপুর।
প্রবল কুয়াশার সম্ভাবনা
এদিকে, ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়।
