AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: বারুইপুরে অভিষেক, মালদহে শুভেন্দু, ভোট উত্তাপ বাড়ছে বাংলায়

| Updated on: Jan 02, 2026 | 12:38 PM
Share

Breaking News in Bengali Live Updates: মাস চারেক পরে রাজ্যে বিধানসভা ভোট। নির্ঘণ্ট ঘোষণা না হলেও নতুন বছরের শুরুতেই ভোট ময়দানে নেমে পড়েছে শাসক ও বিরোধী দলগুলি। শুক্রবার বারুইপুর থেকে জেলা সফর শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার মালদহে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। রাজ্যের প্রতি মুহূর্তে লাইভ আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal News Today Live: বারুইপুরে অভিষেক, মালদহে শুভেন্দু, ভোট উত্তাপ বাড়ছে বাংলায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় (বাঁদিকে), শুভেন্দু অধিকারী (ডানদিকে)Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 02 Jan 2026 12:38 PM (IST)

    এবার সল্টলেকে বিজেপি দফতরে ঘর পেলেন দিলীপ

    • তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। গত কয়েকমাসে তাঁকে নিয়ে নানা টানাপোড়েন চলেছে বিজেপিতে। অবশেষে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সক্রিয় দিলীপ ঘোষ।
    • এবার সল্টলেকে বিজেপি দফতরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপের জন্য ঘরের ব্যবস্থা করলেন বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য। দিলীপের সঙ্গে বৈঠকের পরই এই ঘরের ব্যবস্থা করতে উদ্যোগী হন বর্তমান রাজ্য সভাপতি।
  • 02 Jan 2026 10:49 AM (IST)

    সরকার এবার আমাদেরই হবে, কত আসন পাব বলতে পারব না: মিঠুন

    Mithun Chakraborty

    মিঠুন চক্রবর্তী

    • উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ থেকে প্রচারে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
    • এদিন কোচবিহারের একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আগামিকাল জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা সেরে কার্শিয়াংয়ে প্রচারে যাবেন মিঠুন।
    • এদিন উত্তরবঙ্গে পৌঁছে মিঠুন বলেন, “টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। সরকার এবার আমাদেরই হবে। তবে কত আসন পাব, বলতে পারব না।”
    • দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং বাংলায় শাহের সফরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মিঠুন বলেন, “গণতন্ত্র আছে। যে যা ইচ্ছে বলতেই পারেন। এবার আমরা সরকার গড়ছি এটুকু বলতে পারি।”
  • 02 Jan 2026 10:43 AM (IST)

    সক্রিয় দিলীপ আজ কর্মীদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সল্টলেক দফতরে

    • অমিত শাহের সঙ্গে বৈঠকের পর অন্য মেজাজে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
    • বিজেপির সল্টলেক দফতরে প্রথমবার কর্মীদের নিয়ে আজ (শুক্রবার) বৈঠক করবেন দিলীপ।
    • এদিন দিলীপ জানান, অমিত শাহ তাঁকে কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন।
  • 02 Jan 2026 10:41 AM (IST)

    মালদহের চাঁচলে সভা শুভেন্দুর

    • আদালতের অনুমতি নিয়ে এদিন মালদহের চাঁচলে পরিবর্তন সংকল্প যাত্রা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    • পুলিশের আপত্তি উড়িয়ে শর্তসাপেক্ষে এই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
    • চাঁচলের সভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা কী বার্তা দেন, সেটাই দেখার।
  • 02 Jan 2026 10:35 AM (IST)

    বারুইপুরে সভা দিয়ে জেলা সফর শুরু অভিষেকের, কী বার্তা দেবেন?

    • বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ (শুক্রবার) থেকে জেলা সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা, রোড শো, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন।
    • প্রথমদিন তাঁর সভা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরের ফুলতলা সাগর সংঘের মাঠেও তৈরি করা হয়েছে ব়্যাম্প। কর্মী-সমর্থকদের কাছে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
    •  মূল মঞ্চের পিছনে প্রায় ৪০ ফুটের এলইডি স্ক্রিন থাকছে। যাতে দূর থেকেও মানুষ সভা ঠিকমতো দেখতে পান।
    • এদিন বারুইপুর থেকে অভিষেক কী বার্তা দেন, সেটাই দেখার।

একদিকে এসআইআর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আবার আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরেও রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে। আর নতুন বছরের দ্বিতীয় দিনে ভোট ময়দানে শাসক ও বিরোধী দলের নেতারা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভার মাধ্যমে জেলা সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার মালদহের চাঁচলে সভা শুভেন্দু অধিকারীর। অমিত শাহর বার্তার পর আজ (শুক্রবার) সল্টলেকের বিজেপির দফতরে কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বৈঠক। অর্থাৎ দিনভর ঘটনার ঘনঘটা। আর প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

Published On - Jan 02,2026 10:31 AM