Winter Weather: শনিবারের মধ্যেই বরফ পড়বে! বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস
Winter Weather Update: তুষারপাতের পাশাপাশি আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতল হাওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে।

কলকাতা: রাজ্যে আবহাওয়ার ভোলবদল। একদিকে পাহাড়ের চূড়ায় তুষারপাতের হাতছানি, অন্যদিকে সমতলে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত থমকে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়া। আগামী শনিবারের মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে মরসুমের প্রথম তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন এবং চটকপুরের মতো উঁচু এলাকাগুলো সাদা চাদরে ঢাকা পড়তে পারে।
তুষারপাতের পাশাপাশি আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতল হাওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে শুক্রবার ও শনিবার রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা বাড়বে।কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা স্থিতিশীল থাকলেও, তারপর থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নামার সম্ভাবনা রয়েছে।
তবে শীতপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধ-বৃহস্পতিবার নাগাদ ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কুয়াশার দাপট বাড়বে দুই বঙ্গেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
