
কান চলচ্চিত্র উত্সবের ক্লাসিকস বিভাগে এবার দেখানো হচ্ছে কিংবদন্তি সত্যজিত্ রায় পরিচালিত ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। ১৩মে থেকে শুরু হচ্ছে এবারের চলচ্চিত্র উত্সব। ১৯৬৮ সালে প্রকাশিত হয়েছিল ‘অরণ্য়ের দিনরাত্রি’ উপন্যাস। তারপর সত্যজিত্ রায় সেটিকে বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। এই ছবিতে চাঁদের হাট। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সিমি গারেওয়ালের মতো তারকারা অভিনয় করেছিলেন। যাঁর মধ্যে অনেকেই আজ নেই। তবে কান-এ দেখানো হচ্ছে ‘অরণ্যের দিনরাত্রি’, এটা অবশ্যই বিশেষ খুশির মুহূর্ত অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর বা সিমি গারেওয়ালের কাছে।
সত্যজিত্ রায়ের পুত্র সন্দীপ রায় শর্মিলা ঠাকুর আর সিমি গারেওয়ালের সঙ্গে কথা বলেছিলেন কান-এ উপস্থিত থাকার জন্য। শর্মিলা ঠাকুর উপস্থিত থাকবেন। সঙ্গে থাকছেন ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত। সিমি গারেওয়াল শারীরিক অসুস্থতার কারণে কান-এ উপস্থিত থাকতে পারছেন না। গত বছর কান-এ দেখানো হয়েছিল ‘প্রতিদ্বন্দ্বী’। লক্ষণীয় এই মুহূর্তে শর্মিলা ঠাকুর অভিনীত ‘পুরাতন’ ছবিটা চলছে শহরে। সুমন ঘোষের পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায় সেটাই শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি, এমন ঘোষণা করে দেওয়া হয়েছে। ইদানীং সত্যজিত্ রায় পরিচালিত বেশ কিছু ছবি দেখার সুযোগ হয়েছে শহরে। যেমন ‘নন্দন’-এ চলছিল ‘নায়ক’। সম্প্রতি ‘অভিযান’ দেখানো হয়েছে ‘নন্দন’-এ। তাই ‘অরণ্যের দিনরাত্রি’ আবার দেখা যেতে পারে।
‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাসকে ভিত করে আরও একটা ছবি তৈরি হয়েছে বাংলায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুুর আগে পরিচালক অরুণ রায় নতুন ছবিটির শুটিং শেষ করেছিলেন। সেই ছবি সম্পূর্ণ করার কাজ চলছে বলে খবর। তবে ছবিটি মুক্তি পাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।