Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Controversy: আবারও ব্রেকআপ আরবাজের? মুখ খুললেন প্রাক্তন স্ত্রী মালাইকা

Bollywood Controversy: ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা করেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালে অফিসিয়ালি ডিভোর্স হয় তাঁদের। বর্তমানে দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন।

Bollywood Controversy: আবারও ব্রেকআপ আরবাজের? মুখ খুললেন প্রাক্তন স্ত্রী মালাইকা
আবারও ব্রেকআপ আরবাজের?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 10:01 PM

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল বছর কয়েক আগেই। এর পর বিদেশিনী মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আরবাজ খান। সাম্প্রতিক কালে শোনা যাচ্ছে, বিচ্ছেদ ঘটেছে আরবাজের। এবার এ নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা। মালাইকরার নতুন চ্যাট শো-য়ে আমন্ত্রিত হয়ে এসেছিলেন করণ জোহর। সেখানেই তিনি মালাইকাকে প্রশ্ন করেন, “এই যে আরবাজের ব্রেকআপ হল, তুমি কি ওর সঙ্গে যোগাযোগ করেছিলে?” উত্তরে মালাইকা বলেন, “সত্যি কথা বলতে গিয়ে আমি জিজ্ঞাসা করি না। এমননি আমি আমার ছেলেকেও এই নিয়ে কোনও প্রশ্ন করি না। আমার মনে হয় কখনওই সীমা লঙ্ঘন করা উচিৎ নয়। আমার একদম পছন্দ নয়। আর যদি আমি আরবাজকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতাম তবে হয়তো আমি আমার সীমা অতিক্রম করে ফেলতাম বলেই আমার মনে হয়।”

১৮ বছরের বিবাহিত জীবন ছিল মালাইকা অরোরা ও আরবাজ খানের। ভালবাসার বিয়ে, তবে এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে হয়েছিল চটজলদি। সলমনের ভাই নয়, বরং তাঁকেই বিয়ের প্রস্তাব দেন খোদ মালাইকা। হঠাৎ করেই বলে বসেন, ‘আমায় বিয়ে করবে’? নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। মালাইকা জানান, যখন তিনি বিয়ে করেন তখন তাঁর বয়স নেহাতই অল্প। তাঁর কথায়, “অনেকই হয়তো জানেন না, প্রেম প্রস্তাব আমিই দিয়েছিলাম। ” মালাইকা যোগ করেন, “আমি ওকে গিয়ে বলি, আমি বিয়ে করতে চাই। তুমি আমায় বিয়ে করবে?” হালকা হেসে আরবাজ বলেছিলেন, “কোথায় আর কবে সেইটা শুধু বল”। কেরিয়ার সবে শুরু করেছিলেন মালাইকা, কেন বিয়ে করলেন তাড়াতাড়ি? তাঁর উত্তর, “ওই বাড়িটা থেকে বের হতে চেয়েছিলাম। ব্যস, আর কিচ্ছু না”।

২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা করেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালে অফিসিয়ালি ডিভোর্স হয় তাঁদের। বর্তমানে দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন। মালাইকা বেশ কিছু বছর ধরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে আরবাজও ডেট করছিলেন জর্জিয়ার সঙ্গে। কিন্তু সেই প্রেম কি পরিণতি পেল? উঠেছে সেই প্রশ্ন।