প্যান্ট পরতে ভুলেই গেলেন আরবাজের সদ্য বিবাহিতা স্ত্রী সুরহা!
আরবাজ এই পাপারাৎজি দুনিয়ার সঙ্গে অভ্যস্ত হলেও সুরহা নন। তাই ক্যামেরা দেখে আজও তাঁর জড়তা কাটেনি। মাথা নামিয়ে নেন, চোখ নিচু করে ফেলেন। তাঁর বয়স ৪১ বছর। ওদিকে আরবাজের ৫৭ বছর। বয়সের ফারাক বিস্তর।
সদ্য বিয়ে করেছেন আরবাজ খান। এটি তাঁর দ্বিতীয়বার বিয়ে। মেকআপ আর্টিস্ট সুরহা খানকে বিয়ে করেছেন আরবাজ। বিয়ের পর থেকেই দু’জনের বয়সের ফারাক নিয়ে কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল ওই জুটিকে। এবার সুরহার পোশাক নিয়ে উড়ে এল সমালোচনা। একই রকমের পোশাক পরে বের হয়েছিলেন আরবাজ ও সুরহা। আরবাজের নিচে প্যান্ট থাকলেও, সুরহার পরেছিলেন স্বচ্ছ স্টকিংস। আর তাতেই নেটিজেনদের একটা বড় অংশের তাঁকে সরাসরি প্রশ্ন, “প্যান্ট পরতেই ভুলে গেলেন আপনি”! শুধু তাই নয়, বিয়ের দিন হিজাব পরেছিলেন সুরহা। ‘বিয়ের দিন হিজাব, আর এখন কিছুই নয়’– এল এই ধরনের কটূক্তিও। যদিও আরবাজ তাঁর স্ত্রীকে আগলে ছিলেন প্রথম থেকেই। হাজারও ফ্ল্যাশলাইটের সামনে যাতে তাঁর অসুবিধে না হয় সেদিকে বারংবার নজর রাখছিলেন তিনি।
View this post on Instagram
আরবাজ এই পাপারাৎজি দুনিয়ার সঙ্গে অভ্যস্ত হলেও সুরহা নন। তাই ক্যামেরা দেখে আজও তাঁর জড়তা কাটেনি। মাথা নামিয়ে নেন, চোখ নিচু করে ফেলেন। তাঁর বয়স ৪১ বছর। ওদিকে আরবাজের ৫৭ বছর। বয়সের ফারাক বিস্তর। তাই বিয়ের পর থেকেই ‘এজ শেমিং’-এর শিকার হতে হয়েছে এই জুটিকে। যদিও এই সব নিয়ে একেবারেই ভাবিত নন দু’জনেই। ভাল আছেন দু’জনে, উপভোগ করছেন এই নতুন বিবাহিত জীবন।
এর আগেও বিয়ে করেছিলেন আরবাজ খান। মালাইকা অরোরা ছিলেন তাঁর স্ত্রী। যদিও বিয়ের বেশ কিছু বছর পর গত ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তাঁদের এক সন্তান রয়েছে। সন্তানের নাম আরহান খান। বাবার দ্বিতীয় বিয়েতে হাজির ছিলেন সন্তানও। সেই ছবি ভাইরালও হয়।