স্কাই ডাইভিং-ই কাল! দুবাইয়ে গিয়ে ভয়ানক বিপদের মুখে অর্চনা

পরিবারকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিদেশে। চেয়েছিলেন স্কাই ডাইভিং করতে। সেই মতো পরিকল্পনা করা ছিল আগে থেকেই। অনলাইনে তিনটে টিকিটও কেটে রেখেছিলেন তাঁরা।

স্কাই ডাইভিং-ই কাল! দুবাইয়ে গিয়ে ভয়ানক বিপদের মুখে অর্চনা

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 16, 2025 | 1:40 PM

দুবাই, বরাবরই ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। অ্যাডভেঞ্চার স্পোর্টস যাঁদের পছন্দের তালিকায় প্রথম স্থানে থাকে, তাঁরা জীবনে একবার অন্তত দুবাইতে গিয়ে স্কাই ডাইভিং-এর স্বাদ গ্রহণ করতে চান। অর্চনা পূরণ সিংহও ঠিক তেমনই ইচ্ছে মনে নিয়ে দুবাই সফরে পা বাড়িয়ে ছিলেন। পরিবারকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিদেশে। চেয়েছিলেন স্কাই ডাইভিং করতে। সেই মতো পরিকল্পনা করা ছিল আগে থেকেই। অনলাইনে তিনটে টিকিটও কেটে রেখেছিলেন তাঁরা। ৪ মিনিটের জন্যে খরচ প্রায় মাথাপিছু ৩০ হাজার টাকা। আর তাতেই বিপত্তি।

এই টাকা দিয়েই প্রতারণার শিকার অর্চনার পরিবার। যথা সময়, যথা স্থানে পৌঁছলে জানতে পারেন, যে তাঁরা কোনও টাকাই পাননি। অর্থাৎ অর্চনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে কোনও বুকিং-ই ছিল না। সবটা জানতে পেরে বুঝতে বাকি থাকে না যে টাকাটা জলে গিয়েছে। অর্থাৎ ভুঁয়ো ওয়েবসাইটের ফাঁদে তাঁরা পা দিয়ে ফেলেছেন। অর্চনার ছেলে আর্যমানের কথার, প্রাথমিকভাবে তাঁর সন্দেহ হয়েছিল।

অর্চনা সোশ্যাল মিডিয়ায় জানান, “আমরা আইফ্লাই থেকে তিনটি স্লট বুক করেছিলাম, কিন্তু এই মহিলা জানাচ্ছেন যে আমাদের নামে কোনও বুকিং-ই নেই। আমরা ঠকে হয়েছি। ওঁরা বলছেন, আমরা যে ওয়েবসাইট থেকে টিকিট কেটেছি সেটা ওঁদের নয়। আমরা দুবাইতে প্রতারণার শিকার হয়েছি। আমরা ইতিমধ্যেই টাকাটা দিয়ে ফেলেছি এবং সেখানকার টিকিটের দাম মোটেও সস্তা নয়। দুবাই এসে আমাদের পয়সা ডুব গেল।”