
আরিয়ান ভৌমিক আর রিখিয়া রায়চৌধুরী দু’ জনে একটা বাংলা ধারাবাহিকে অভিনয় করছিলেন। তাঁদের রসায়ন ছিল জমজমাট। তবে এই মুহূর্তে খবর হলো, ব্যক্তিগত জীবনে এখন অভিনেতা-অভিনেত্রীর মন দেওয়া-নেওয়া চলছে। তাঁদের প্রেমের কথা অবশ্য প্রকাশ্যে আসেনি এখনও। ‘বিজয়নগরের হীরে’ ছবির প্রিমিয়ার শো ছিল সরস্বতী পুজোর আগের সন্ধেবেলা। সেখানে একসঙ্গে পৌঁছে গেলেন তাঁরা। এরপর আর বুঝতে বাকি রইল না, সন্তু প্রেমে পড়েছেন!
TV9 বাংলা তরফে আরিয়ানকে সরস্বতী পুজোর সকালেই প্রশ্ন করা হলো এই প্রসঙ্গে। আরিয়ানের উত্তর, ”আমি চিরকাল ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছি। কিন্তু কিছু সংবাদ সংস্থা, এমনভাবে বিকৃত করে লিখেছে সেই কথাগুলো যে সমস্যায় পড়তে হয়েছে অতীতে। আমার সঙ্গে যিনি থাকেন, তাঁকেও সমস্যায় জড়িয়ে যেতে হয়। তাই এই বছর সিদ্ধান্ত নিয়েছি, ব্যক্তিগত জীবন নিয়ে আর কথা বলতে চাই না।”
এদিকে খবর হলো, কাকাবাবু মানে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় নাকি আঁচ করে ফেলেছেন যে সন্তু প্রেম করছে! আরিয়ান আর রিখিয়াকে জুটি হিসাবে খুবই মিষ্টি লাগে। সত্যি যদি তাঁদের প্রেম পরিণতি পায়, তা হলে অনুরাগীরা খুশি হবেন। আসলে সরস্বতীপুজো হলো বাঙালির ভ্যালেন্টাইনস ডে। এদিন টলিপাড়ার কিছু নতুন প্রেম নিয়ে চর্চা হবে না, তা কী করে হয়। এ বছর চর্চার কেন্দ্রে রয়েছে, আরিয়ান-রিখিয়ার রসায়ন।
সরস্বতী পুজোয় মুক্তি পাওয়া কাকাবাবু-সন্তুর গল্প ইতিমধ্যেই দর্শকের পছন্দ হচ্ছে। বেশ কিছু হাউজফুল শো বাংলা ছবির অভিভাবক প্রসেনজিতের মুখে চওড়া হাসি আনবেই। পাশাপাশি এটাও কি বলা যায় যে, রিখিয়া আরিয়ানের জন্য লাকি?