
টলিপাড়ায় নামী মুখ সাহেব ভট্টাচার্য। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার তিনি বেশ সফল। ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দে-র সঙ্গে সাহেবের রসায়ন ছিল চোখে পড়ার মতো। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুদিনের বিরতি নিয়ে থিয়েটার করছেন সাহেব। কবে তিনি ছোটপর্দায় ফিরবেন, সেই প্রশ্ন ঘুরছিল। শোনা যাচ্ছে, এবার নতুন ধারাবাহিকের লুক সেটের জন্য তৈরি সাহেব।
কে হবেন সাহেবের নায়িকা? টলিপাড়ায় চর্চা হলো, ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের নায়িকা হিয়া মুখোপাধ্যায়ের কাছে প্রস্তাব গিয়েছে, এই ধারাবাহিকের অংশ হওয়ার জন্য। তাঁর অভিনীত ধারাবাহিক ভীষণই জনপ্রিয় হয়েছিল। তারপর বিরতিতে ছিলেন হিয়া। এবার সাহেব-হিয়া জুটি বাঁধলে, তা অনুরাগীদের উত্সাহের কারণ হতেই পারে। তবে বিষয়টা নাকি চূড়ান্ত নয় এখনও। এই মুহূর্তে দু’ জনকে লুক সেট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে চ্য়ানেল কর্তৃপক্ষের তরফে।
সাহেবের সঙ্গে আবারও সুস্মিতার জুটি দেখা যাক, এমন চান কিছু অনুরাগী। আবার অনেকে মনে করেন, ব্যক্তিগত জীবনে এখন সাহেব-সুস্মিতার প্রেম পাকা। তাই ছোটপর্দায় সাহেব অন্য নায়িকার সঙ্গে জুটি বাঁধলেই ধারাবাহিক জমতে পারে। তবে সাহেব-সুস্মিতা দু’ জনেই বাংলা ধারাবাহিকে ফিরুন, এমনই চাইছেন অনুরাগীরা।
বাংলার দুই নামী বিনোদন চ্যানেলে পাঁচটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা। সেখানে কোন ধারাবাহিকে কে থাকবেন, তা নিয়ে চর্চা টলিপাড়ায়। কোনও ধারাবাহিকে নামী অভিনেতা-অভিনেত্রী থাকবেন, আবার কোনওটায় দেখা যাবে একেবারে আনকোরা মুখকে। সাহেব-হিয়ার জুটি শেষ পর্যন্ত দর্শক দেখতে পারবেন কিনা, তার দিকে নজর রাখতে হবে।