
প্রেমেটেমে জড়ালে, জড়াতে পারো অনায়াসে, সৃজিত-সুস্মিতা প্রেম করছেন?
১৬জুলাই একটা বিশেষ দিন। পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ক্লাইম্যাক্স সিনের শুটিং করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছয় বছর আগলে রেখেছিলেন যে চিত্রনাট্যকে, সেই গল্প এবার প্রাণ পেল। এ ছবি তিন শতাব্দীর, তিনটে প্রেমের গল্প। ছবির প্রাণ প্রতিষ্ঠার শেষ দিনে কি নতুন প্রেম-প্রতিষ্ঠার গল্প উঠে আসছে? এক সমুদ্র জলে কান পাতলে তেমনই আঁচ করা যাচ্ছে। যার গর্জন নেহাত কম নয়।
এই ছবির সূত্রেই সৃজিত-সুস্মিতার বেশি করে আলাপ। সৃজিত মুখোপাধ্যায় মঞ্চে যেদিন প্রথম ‘মার্ক্স ইন কলকাতা’ করলেন, সেদিন তা দেখতে পৌঁছে গিয়েছিলেন সুস্মিতা। দু’ জনকে একসঙ্গে বাংলা ছবির প্রিমিয়ারে পৌঁছাতেও দেখা গিয়েছে। পরিচালকদের বন্ধুবান্ধদের সঙ্গেও নাকি সুস্মিতার সখ্য রয়েছে। তবে তাঁরা প্রেমে পড়েছেন কিনা, সেই চর্চা এত দিন হয়নি। কিন্তু পুরীর সমুদ্র যে উত্তাল। সমুদ্রকে সাক্ষী রেখে তাই অনেক প্রেমেরও জন্ম হয়। পরিচালকের ঘনিষ্ঠ এক ব্যক্তি পুরী থেকেই বললেন, ”সৃজিত-সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টা বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে, তেমন মনে করছেন অনেকে।”
লক্ষণীয়, সুস্মিতা সৃজিতের পরিচালনায় কাজ করার পর পুরী থেকে পরিচালকের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন। তাতে নায়িকা ক্যাপশন দিয়েছেন ‘স্যর আঁখো পর’। নয়নের মণি করে রাখার মতো ব্যাপার কি? এই প্রশ্ন তো ঘুরতেই পারে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে বড়দিনে। সেই ছবির দিকে যেমন নজর থাকবে, তেমনই পরিচালক-নায়িকা জুটির দিকেও এখন টলিপাড়ার সকলের নজর।