
২২ এপ্রিল, মঙ্গলবার, কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ নিরীহ পর্যটক। খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে তীব্র নিন্দার ঝড়। গোটা দেশ জুড়ে এখন প্রতিশোধের আগুন, প্রতিটা মানুষ ভাঙছেন নীরবতা, তুলছেন প্রশ্ন। দেশের এই কঠিন সময় কোনও বিনোদন তাই মানায় না। ফলে তড়িঘড়ি সিনেজগত একের পর এক অনুষ্ঠান বাতিল করতে শুরু করেছে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে একটি কনসার্টের কথা ছিল অরিজিৎ সিংয়ের। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার আবহে সেই শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের কথা জানিয়ে আয়োজক সংস্থার তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার জেরে, শিল্পীদের সঙ্গে আলোচনা করে আয়োজক সংস্থা এই সিদ্ধান্তে এসেছে যে, আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে নির্ধারিত কনসার্টটি বাতিল করা হচ্ছে। যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এবং তা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।”
এই ঘোষণার পর থেকেই অরিজিৎ সিং ও আয়োজক সংস্থার মানবিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছেন প্রত্যেকে। কোটি কোটি টাকার লেনদেনের একটি অনুষ্ঠান, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণের অপেক্ষায় ছিলেন—সেই অনুষ্ঠান বাতিল করে যে বার্তা অরিজিৎ দিয়েছেন, তা নিঃসন্দেহে সাহসিকতা ও সহমর্মিতার পরিচয়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছিলেন গায়ক। লিখেছিলেন, “পহেলগাঁওয়ের খবরে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ওঁরা কীভাবে এই পরিস্থিতি সামলাবেন একমাত্র ঈশ্বরই জানেন।”