‘পশ্চিমবঙ্গের ছেলে হয়ে করতে পারলেন!’ অরিজিতের সিদ্ধান্ত নিয়ে ছিঃ ছিঃ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 18, 2024 | 9:31 PM

Arijit Singh: অরিজিত্‍ সিংয়ের গানের কনসার্ট মানেই একটা হইহই ব্যাপার। গায়কের লাইভ কনসার্টে গান শোনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না শ্রোতারা। সম্প্রতি ইউকে জুড়ে গানের শো করেছেন অরিজিত্‍। এবার ভারতে কনসার্টের দিন ক্ষণ ঘোষণা করলেন। সেই দিন ক্ষণ দেখেই রেগে আগুন গায়কের কলকাতার শ্রোতারা।

পশ্চিমবঙ্গের ছেলে হয়ে করতে পারলেন! অরিজিতের সিদ্ধান্ত নিয়ে ছিঃ ছিঃ

Follow Us

অরিজিত্‍ সিংয়ের গানের কনসার্ট মানেই একটা হইহই ব্যাপার। গায়কের লাইভ কনসার্টে গান শোনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না শ্রোতারা। সম্প্রতি ইউকে জুড়ে গানের শো করেছেন অরিজিত্‍। এবার ভারতে কনসার্টের দিন ক্ষণ ঘোষণা করলেন। সেই দিন ক্ষণ দেখেই রেগে আগুন গায়কের কলকাতার শ্রোতারা। পশ্চিমবঙ্গের ছেলে হয়ে এমনটা করতে পারলেন অরিজিত্‍?মর্মাহত গায়কের শ্রোতারা।

তিনি এমনটা করতে পারলেন সেটাই বিশ্বাস করতে পারছেন না। অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁদের সমাজমাধ্যমের পাতায়। এমনটা কী করে করতে পারলেন অরিজিত্‍? কেউ লিখেছেন “এমনটা আশা করিনি।” আবার কেউ মন্তব্য করেন, “আপনি এমন সিদ্ধান্ত নিলেন কী ভাবে?” কী করেছেন অরিজিত্‍? গায়ক ভারত জুড়ে কনসার্টের তারিখ এবং জায়গা ঘোষণা করেছেন। কিন্তু সেখানে তালিকায় নেই কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনও শহরই। বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, মুম্বই এবং চেন্নাই এই পাঁচ শহর জুড়ে কনসার্ট হবে গায়কের। কিন্তু শহরে কেন কনসার্ট হচ্ছে না গায়কের সেটা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও বার্তা আসেন গায়কের তরফে।

উল্লেখ্য, সম্প্রতি আরজি কর কাণ্ডে তোলপাড় শহর। এই পরিস্থিতিতে সরব হয়েছিলেন অরিজিত্‍ও। গান বেঁধেছিলেন গায়ক। যে গান নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমের পাতায়। শুধু তাই নয় গায়ক নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক টুইট করতে থাকেন। তাঁর টুইট নিয়েও আলোচনা হয়েছিল নেটপাড়ায়। এমনকি তিনি জানিয়েছিলেন তিলোত্তমা বিচার না পেলে তিনি গান গাইতে পারছেন না। উল্লেখ্য, তার পরেই কনসার্টের জন্য উড়ে যান বিদেশে। তবে পশ্চিমবঙ্গে কেন তিনি কনসার্ট করবেন না, তা নিয়ে এখনও অনুরাগীদের মধ্যে রয়েছে অনেক প্রশ্ন।

Next Article