‘মুভমেন্টে যাওয়ার জন্য ফোন-ফি নিয়েছেন টলিপাড়ার কিছু মুখ’, বিস্ফোরক অরিন্দম

এবার পরিচালক অরিন্দম শীল নাম না করেও টলিপাড়া সম্পর্কে যে তথ্য সামনে আনলেন, তাতে তাক লেগে যাওয়ার জোগাড়। অরিন্দম শীলের কথায়, ''এত বড় একটা মুভমেন্ট। সেখানে যাওয়ার জন্য কেউ-কেউ ফোন নিয়েছেন। অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। তাঁদের বন্ধুরাই সেসব বলে বেড়াচ্ছেন!''

মুভমেন্টে যাওয়ার জন্য ফোন-ফি নিয়েছেন টলিপাড়ার কিছু মুখ, বিস্ফোরক অরিন্দম

| Edited By: Bhaswati Ghosh

Apr 17, 2025 | 2:24 PM

শহরে একটা বড় ঘটনার পর প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছিল টলিপাড়ার একাধিক মুখকে। কেউ মিছিলে হেঁটেছেন। কেউ দিনের পর দিন ডাক্তারদের পাশে বসে আন্দোলন করেছেন। এমন আন্দোলন করার জন্য, অনেকে শাসক দলের বিরাগভাজন হয়েছেন বলে নিজেরাই দাবি করেছেন। তবে এবার পরিচালক অরিন্দম শীল নাম না করেও টলিপাড়া সম্পর্কে যে তথ্য সামনে আনলেন, তাতে তাক লেগে যাওয়ার জোগাড়। অরিন্দম শীলের কথায়, ”এত বড় একটা মুভমেন্ট। সেখানে যাওয়ার জন্য কেউ-কেউ ফোন নিয়েছেন। অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। তাঁদের বন্ধুরাই সেসব বলে বেড়াচ্ছেন!”

টলিপাড়ার নায়ক-নায়িকা বা নামী মুখেরা কোনও দোকান বা সংস্থার উদ্বোধন করার জন্য পারিশ্রমিক নেন, সে কথা কারও অজানা নয়। অনেক সময়ে নতুন ফোনের দোকান উদ্বোধন করার পরিবর্তে অভিনেতা বা অভিনেত্রী ফোন পেতে পারেন। এই ধরনের লেনদেন নিয়ে কোনও ধরনের সমস্যা নেই। তবে শহরে ঘটে যাওয়া বড় মুভমেন্টে উপস্থিত থাকার জন্য টলিপাড়ার একজন নামী মুখও যদি অ্যাপিয়ারেন্স ফি নিয়ে থাকেন, তা হলে বাংলা সিনেমার অনুরাগীদের একাংশকে এমন সত্য আঘাত করতে পারে।

যদিও কারও নাম করেননি অরিন্দম। তাই কোন মুখ এমন করেছেন, সেটা সামনে আসেনি। বিষয়টা সামনে আসার পর টলিউডের অন্দরে এই নিয়ে কথা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রীর বক্তব্য, ”এমন কথা বললে, সেটা সম্পর্কে প্রমাণ দেওয়ার দরকার আছে। না হলে যাঁরা আন্দোলনে ছিল, সকলের সম্পর্কেই প্রশ্ন উঠতে পারে।” তবে এমন মন্তব্যের বিরোধিতা করে এখনও সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লেখেননি।