Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অঙ্কুশ নয়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী

এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার এবং ঋত্বিক চক্রবর্তী।

অঙ্কুশ নয়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী
কৌশিক-অর্জুন
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 4:59 PM

কথা ছিল, জুটি বাঁধছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ। TV9 এর তরফ থেকে এ ব্যাপারে অঙ্কুশকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছিলেন প্রাথমিকভাবে তাঁর সঙ্গে পরিচালকের কথা হয়েছে। তিনি ছবিটি করতে রাজি। কিন্তু তখনও তিনি স্ক্রিপ্ট পড়েননি। এরপর অঙ্কুশ তাঁর ‘গার্লফ্রেন্ড’ ঐন্দ্রিলাকে নিয়ে মালদ্বীপে বেড়াতে চলে যান।

সদ্যই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘কাবাডি কাবাডি’-এর সাংবাদিক সম্মেলন করেন। তাঁর ছবির কাস্টিং তিনি ঘোষণা করেন। সেখানেই জানা যায় অঙ্কুশ নয়, এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। কাস্টিংয়ে এই বদল কেন? তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি পরিচালক। অঙ্কুশ মালদ্বীপে থাকায় তাঁকেও ফোনে পাওয়া যায়নি। তবে এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে খুশি অর্জুন। তিনি বলেন, “ অনেক দিন ধরেই কৌশিকদার সঙ্গে কাজ করার আমার খুব ইচ্ছে। অবশেষে কাজটা করতে পারছি। আমি খুব খুশি। ছবিতে আমি একজন রাজ্য-স্তরের কাবাডি খেলোয়াড়। ছবির অনেকগুলো পরত আছে। আশা করি মানুষের ভাল লাগবে।”

কাবাডি খেলাকে কেন্দ্র করে এই ছবির গল্প এগোলেও মূলত ‘কাবাডি কাবাডি’ একটি প্রেমের ছবি। অর্জুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার এবং ঋত্বিক চক্রবর্তী। এই ছবির তিন মূল চরিত্র। চঞ্চল,মিলন এবং সীমা। চঞ্চল একজন রাজ্যস্তরের কাবাডি প্লেয়ার। মিলন একজন শিক্ষক হলেও কাবাডি কোচ হিসাবেও তাঁকে দেখা যায়। মিলনের বোন সীমা। চঞ্চল-সীমার প্রেমই এই ছবির শিরদাঁড়া। চঞ্চলের ভূমিকায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী এবং সীমার চরিত্রে সোহিনী সরকার। মিলন হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। অর্জুন এবং সোহিনীও এই প্রথম জুটি বাঁধছেন।

আরও পড়ুন:শ্রাবন্তীর জীবনের এক বিশেষ মানুষের আজ জন্মদিন, কে তিনি?

‘কাবাডি কাবাডি’ মূলত শুটিং হবে বীরভূমে। এত খেলা থাকতে হঠাৎ কাবাডি কেন? উত্তরে পরিচালক বলেন, “মানুষ যে সমস্ত বিষয় নিয়ে খুব একটা কথা বলে না, আমি সেইসব বিষয় নিয়েই মূলত ছবি করি। সেই কারণেই ‘ছোটদের ছবি’, ‘নগরকীর্তন’ করেছিলাম। ক্রিকেট,ফুটবল নিয়ে তো অনেক আলোচনা হয়,কাবাডি নিয়ে আর কটা কথা হয়?সেই কারণেই কাবাডি নিয়ে ছবি বানাচ্ছি।” সবকিছু ঠিকঠাক থাকলে মে মাস থেকে ছবির শুটিং শুরু।