টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক তিনি। নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটোকে দারুণভাবে সামাল দিচ্ছেন অর্জুন চক্রবর্তী। তাঁর ইনস্টা হ্যান্ডেলে কখনও মেয়ে অবন্তিকার ছবি কখনও স্ত্রী সৃজার ছবি উঁকি মেরেছে। চারদিন আগে বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিয়ের ছবি পোস্ট করেছেন অর্জুন। তবে অর্জুনের কনস্ট্যান্ট প্রেমের তালিকায় রয়েছে আরেক নাম, তা হল—জিমিং। নিয়মিত শরীরচর্চা চালান অভিনেতা।
আরও পড়ুন সত্যিটা সামনে আনুন! জোম্যাটো ডেলিভারি বয়ের পাশে দাঁড়ালেন পরিণীতি
আজ রোববার, ছুটির দিনে সকাল-সকাল ট্রেড মিলে দৌড়নোর ভিডিয়ো পোস্ট করলেন অর্জুনকে। তাও আবার টপলেস! সুঠাম চেহারার মাসল আরও স্পষ্ট হল অর্জুনের পায়ের চাপে। ক্যাপশনে অর্জুন লেখেন,
‘অফ ডেগুলো ভীষণ খারাপ। অন্তত, আমি শরীরচর্চা করার কথা ভাবতে পারি। ঠিক যেমন জুন ২০১৯-এর এই সেশনটি ছিল। যখন আমার ইম্প্রেসিভের সংজ্ঞা জানা ছিল, কিন্তু ইম্প্রেসিভ পেশি ছিল না। লক্ষ্য দুটোকেই আরও উন্নতি করার—শুরু করছি’
ভিডিয়োর কমেন্ট বক্সে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও করেন কমেন্ট, লেখেন, ‘সুপার্ব ভাগ্না…এই জন্য তো বাচ্চাটাকে হিরো করেছিলাম…এখন তোমায় দৌড়তে হবে এবং একদম উপরে উঠতে হবে।’ রিপ্লাইও করেন অর্জুন, লেখেন, ‘আমি সবসময় আমার সেরা চেষ্টা করব বুম্বা মামু। তোমাকে অনেক ধন্যবাদ।’
অভিনেতা আবির চট্টোপাধ্যায় ক্যাপশনে লেখেন, ‘রান ঋষি রান’। ঋষি—অর্জুনের আরেকটি নাম। অর্জুন রিপ্লাইয়ে লেখেন, ‘যদিও খুব বেশি নয়। বেশি মাসল লুজ করতে পারব না’