‘শুধু মেয়ের জন্যই…’, সব তো ঠিকই ছিল! ফের এ কোন ইঙ্গিত সৃজার?

দিন কয়েক আগেই টলিপাড়া জুড়ে ছিল একটাই খবর। সৃজা সেন ও অর্জুন চক্রবর্তীর সম্পর্ক নাকি আগের মতো নেই। শোনা গিয়েছিল সেখানে প্রবেশ ঘটেছে দ্বিতীয় এক নারীর।

শুধু মেয়ের জন্যই..., সব তো ঠিকই ছিল! ফের এ কোন ইঙ্গিত সৃজার?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 01, 2024 | 3:24 PM

দিন কয়েক আগেই টলিপাড়া জুড়ে ছিল একটাই খবর। সৃজা সেন ও অর্জুন চক্রবর্তীর সম্পর্ক নাকি আগের মতো নেই। শোনা গিয়েছিল সেখানে প্রবেশ ঘটেছে দ্বিতীয় এক নারীর। তিনিও টলিপাড়ার জনপ্রিয় না হলেও সেনসেশনাল নায়িকা। তবে সে সব গুঞ্জন চুপ করিয়ে অর্জুন-সৃজা দু’জনেই বার্তা দিয়েছিলেন সব ঠিকই আছে! কিন্তু মঙ্গলবার রাত বাড়তেই এ কোন ইঙ্গিত ভেসে এল সৃজার পোস্টে?

প্রাক্তন মডেল তথা অর্জুন-পত্নী সৃজা একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে লেখা, “যদি আমাকে জিজ্ঞাসা করেন কী কারণে আমি আজও এগিয়ে চলেছি, একটাই উত্তর হবে, আমার মেয়ের জন্য।” এর পরেই সকলের প্রশ্ন, তবে কি মেয়ের মুখ চেয়েই সম্পর্ককে জিইয়ে রাখা? যদিও এ নিয়ে সৃজা কিন্তু নীরব। তবে তাঁর ওই পোস্ট ফের একবার উস্কে দিলে সাংসারিক অশান্তির জল্পনা। কিছু দিন আগেই বঙ্গসম্মেলনে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন। সেই সফরে তাঁর স্ত্রী তাঁর সঙ্গে যাননি। তবে শোনা গিয়েছিল সেখানেই নাকি সেই বাঙালি নায়িকার সঙ্গে তাঁর বিশেষ সখ্য গড়ে উঠেছে।

 

যদিও অর্জুনের কাছে সেই প্রশ্ন রাখতেই তা অস্বীকার করেন তিনি। স্ত্রীর সঙ্গে ছবিও পোস্ট করেন। ওদিকে সৃজাও স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি দেন। কিছুটা স্বস্তি পান তাঁদের ভক্তরাও। তবে এ কী! ফের অশান্তি? প্রশ্ন অনেক। উত্তর লুকিয়ে সময়ের হাতে।