‘অর্পিতাকে ধন্যবাদ’, দিল্লির মঞ্চে ঝড় তুলল ‘মাই নেম ইজ জান’

Jan 19, 2025 | 8:24 PM

My Name Is Jaan: শনিবার সন্ধ্যায় দিল্লির মাণ্ডি হাউসের শ্রীরাম সেন্টারে মঞ্চস্থ হয়ে গেল কিংবদন্তি শিল্পী গওগর জানের জীবনীকে কেন্দ্র করে তৈরি ‘My Name is Jaan’। প্রতিবারের মতো এবারও অর্পিতা চট্টোপাধ্যায় অনবদ্য। 

অর্পিতাকে ধন্যবাদ, দিল্লির মঞ্চে ঝড় তুলল মাই নেম ইজ জান

Follow Us

২০২৪-এ ‘মাই নেম ইজ জান’ নাটক ফিরেছে নতুন রূপে-নতুন সাজে। ২০২৫-এর শুরুতেও তার রেশ বর্তমান। অনেকেই এখনও মুখিয়ে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়ের এই একক নাটক দেখার অপেক্ষায়। তাই বছর শুরুর প্রথম শো-ও হাউসফুল। শনিবার সন্ধ্যায় দিল্লির মাণ্ডি হাউসের শ্রীরাম সেন্টারে মঞ্চস্থ হয়ে গেল কিংবদন্তি শিল্পী গওগর জানের জীবনীকে কেন্দ্র করে তৈরি ‘My Name is Jaan’। প্রতিবারের মতো এবারও অর্পিতা চট্টোপাধ্যায় অনবদ্য।

এদিনের অনুষ্ঠানে দর্শক আসনে উপস্থিত ছিলেন ভারতের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। নাটক দেখে তিনি বলেন, “গওহর জানের মতো ব্যক্তিত্বকে মঞ্চে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অর্পিতা চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। এই ধরনের নাটক আরও বেশি হওয়া উচিত।”

‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার। নাটকটি দেখতে বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিনও অর্পিতার অভিনয়ের প্রশংসা করেন।

এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার। দর্শক আসনে প্রায় ২ ঘন্টা সকলকে বসিয়ে রাখার ক্ষমতা রাখে টিম অর্পিতা। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে। যাঁরা দেখেছেন, তাঁরা আরও এবার দেখার অপেক্ষায়, যাঁরা দেখেননি, তাঁরা একাধিকবার ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন। তাই সফর তালিকায় রয়েছে এখনও একাধিক জায়গার নাম।

আগামীতে কোথায় মাই নেম ইজ জান? 

২৪ জানুয়ারি, শিল্পকলা ভেদিকা, হায়দরাবাদ

২৩ ফেব্রুয়ারি, জিডি বিড়লা, কলকাতা

Next Article