২০২১ সাল থেকে মঞ্চে গওহর জান পালার যাত্রা শুরু। যেখানে নতুন রূপে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। দাপুটে সঙ্গীতশিল্পী গওহর জানের জীবনী মঞ্চে তুলে ধরেন তিনি। শহর থেকে দেশ, দেশ থেকে বিদেশ, ছড়িয়ে পড়েছে অর্পিতার নাট্যাভিনয়ের প্রশংসা। মাঝে দুই বছরের বিরতি। আবারও মঞ্চে ফিরলেন তিনি। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’-এর প্রথম শো। দ্বিতীয় শো’টিও মঞ্চস্থ হয়েছে সেখানেই। বর্তমানে তৃতীয় শোয়ের প্রস্তুতিতে ব্যস্ত গোটা টিম। তারই মাঝে TV9 বাংলার মুখোমুখি হলেন অর্পিতা।
দু’বছরের বিরতীর পর আবারও ফেরা, চিত্রনাট্যে কী কী বদল ঘটল, শেয়ার করে নিলেন অভিনেত্রী। বললেন, “বেশ অনেকদিন ধরেই চলছে প্রস্তুতি। শো শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমের যে উপস্থাপনা, আর বর্তমানের উপস্থাপনার মধ্যে কিছুটা ফারাক রয়েছে। নির্দিষ্ট করে বলতে গেলে, প্রাথমিকভাবে ভাষা। গওহর জান কীভাবে কথা বলতেন তার কোনও প্রমাণ তো আমাদের কাছে নেই, তাই শুরু দিকে শোয়ে আমরা বাংলা ভাষাকেই বেছে নিয়েছিলাম। একজন অবাঙালি যেভাবে বাংলা বলেন আরকি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে তিনি কলকাতায় থাকতেন, তবে রবীন্দ্রনাথের বাংলা ভাষা বলতেন না নিশ্চয়ই। এবার আমরা আমরা ভাঙা বাংলার সঙ্গে হিন্দি রেখেছি, রেখেছি ইংরেজি। আর গান যেহেতু খুব গুরুত্বপূর্ণ অংশ এই চিত্রনাট্যের ক্ষেত্রে, তাই সেইদিকটাও নজরে রাখা হয়েছে। উনি তো বিভিন্ন ভাষায় গান করতে পারদর্শী ছিলেন, সেটা মাথায় রেখে এবার ইংরেজি গানকেও এই পাঠের অংশ করা হয়েছে।”
উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা