স্ত্রীকে খুনের চেষ্টা! হিরো আলমের বিরুদ্ধে জারি এবার গ্রেফতারি পরোয়ানা

মামলার নথি অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে রিয়াকে বাড়ি থেকে বের করে দেন হিরো আলম। পরে সমস্যার সমাধানের কথা বলে এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। রিয়া দাবি করেছেন, আলম তাঁকে লাঠি দিয়ে মারধর করেন এবং তাঁর গলার সোনার হার চুরি করে নেন।

স্ত্রীকে খুনের চেষ্টা! হিরো আলমের বিরুদ্ধে জারি এবার গ্রেফতারি পরোয়ানা

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 12, 2025 | 6:16 PM

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার-অভিনেতা আশরাফুল আলম আরও একবার খবরের শিরোনামে। অর্থাৎ হিরো আলম আবারও জড়ালেন বিতর্কে। সূত্রের খবর, ঢাকার হাতিরঝিল থানায় দায়ের হওয়া এক মামলায় এবার মিলল কড়া নির্দেশ। যেখানে উল্লেখ করা হয়, হিরো আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মণি তাঁর বিরুদ্ধে– খুনের চেষ্টা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। সেই মর্মেই এবার হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াগিদুজ্জামান এই নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, রিয়া মণির দায়ের করা মামলায় আলম জামিনে মুক্ত ছিলেন। কিন্তু আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় এবং জামিনের শর্ত ভাঙার অভিযোগে তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আলম আদালতের নির্দেশ মানেননি এবং নিজেকে আইনের আওতার বাইরে রাখার চেষ্টা করছেন।

মামলার নথি অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে রিয়াকে বাড়ি থেকে বের করে দেন হিরো আলম। পরে সমস্যার সমাধানের কথা বলে এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। রিয়া দাবি করেছেন, আলম তাঁকে লাঠি দিয়ে মারধর করেন এবং তাঁর গলার সোনার হার চুরি করে নেন। এই ঘটনার পর গত ২৩ জুন রিয়া হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

হিরো আলমের ঘনিষ্ঠ মহলের দাবি, আলমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইতিপূর্বেও বিতর্কে জড়িয়ে একাধিকবার আলোচনা কেন্দ্রে এসেছেন এই ইউটিউবার, এবার আইনি ঝামেলায় পড়ে আরও একবার শিরোনামে উঠে এলেন তিনি।