বর-বউ নয়, কিন্তু ডিভোর্স চায় পরিবার, কী কাণ্ড জেনে নিন

অরুণিমা আর গৌরব দু' জনেই নিয়মিত বড়পর্দায় কাজ করেন। এক সময়ে তাঁরা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন। তবে এখন আর ছোটপর্দায় দেখা যায় না তাঁদের। ছবির পাশাপাশি গৌরব বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন। এই মাধ্যমে অরুণিমা-গৌরবের রসায়ন দেখার জন্য অপেক্ষা করছেন তাঁদের অনুরাগীরা।

বর-বউ নয়, কিন্তু ডিভোর্স চায় পরিবার, কী কাণ্ড জেনে নিন

| Edited By: Bhaswati Ghosh

Jul 11, 2025 | 3:33 PM

বর-বউয়ের বনিবনা হচ্ছে না, তাই তাঁরা বিয়ে ভাঙতে চাইছেন, এমন শোনা যায় প্রায়ই। কিন্তু বর-বউ একজন-অন্যজনকে ভালোবাসে, এদিকে দুই পরিবারের মিল না হওয়ায় বিষয়টা প্রায় ডিভোর্স অবধি গড়াচ্ছে, এমনটা খুব বেশি শোনা যায় না। ‘ফ্রাইডে’ প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘বিবাহ অতঃপর’ নিয়ে আসছে দুই পরিবারের মিল না হওয়ার গল্প। ওয়েব সিরিজের কেন্দ্রে ঋজু আর রাই। ঋজু মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে। এদিকে রাই ধনী পরিবারে বড় হওয়া আদুরে মেয়ে। তাদের প্রেম হয়, বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই পাত্রের মায়ের সঙ্গে পাত্রের বাবার প্রায় ঝগড়া বেঁধে যাওয়ার অবস্থা। তবে কি বর-বউ কাছাকাছি থাকতে চাইলেও, তাদের বিচ্ছেদ হবে? নাকি টিকে যাবে বিয়েটা? জানতে হলে দেখতে হবে এই ওয়েব সিরিজ।

এই ওয়েব সিরিজে ঋজুর চরিত্র দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। রাইয়ের চরিত্রটি করেছেন অরুণিমা ঘোষ। গৌরব আর অরুণিমার জুটি কেমন জমে, সেটাও দেখার অপেক্ষা। ওয়েব সিরিজের গল্প শুনেই বোঝা যায়, এই গল্প দেখতে-দেখতে যেমন আবেগে ভাসবেন দর্শকরা, তেমনই মজা পাবেন।

অরুণিমা আর গৌরব দু’ জনেই নিয়মিত বড়পর্দায় কাজ করেন। এক সময়ে তাঁরা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন। তবে এখন আর ছোটপর্দায় দেখা যায় না তাঁদের। ছবির পাশাপাশি গৌরব বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন। এই মাধ্যমে অরুণিমা-গৌরবের রসায়ন দেখার জন্য অপেক্ষা করছেন তাঁদের অনুরাগীরা। বাংলায় ওয়েব সিরিজের সংখ্যা এখন বাড়ছে।  সেই নিরিখে ‘বিবাহ অতঃপর’ কী প্রভাব বিস্তার করে, তাই দেখার অপেক্ষা।