লকডাউনে গৃহবন্দি থাকতে বাধ্য হয়েছিলাম আমরা। আনলক পর্বে অনেকটা স্বাভাবিক হয়েছে সব কিছু। ব্যাগ গুছিয়ে বেড়াতে যাচ্ছেন অনেকে। সেই তালিকায় রয়েছেন টলিউড (Tollywood) অভিনেত্রী (Actress) অরুণিমা ঘোষও (Arunima Ghosh)। পরিবার এবং কাছের বন্ধুদের সঙ্গে দিন কয়েকের জন্য বেনারস থেকে ঘুরে সদ্য শহরে ফিরলেন তিনি।
অরুণিমার কথায়, “এই বেড়াতে যাওয়াটা আমার কাছে খুব স্পেশ্যাল। কারণ লকডাউনের পরে এই প্রথম বেরোলাম। আমরা খুব সুন্দর একটা জায়গায় ছিলাম। গঙ্গার মাঝখানে। খুব রিফ্রেশিং ছিল ট্যুরটা। আমি বেনারসী শাড়িও কিনেছি। ছোটবেলায় অনেকবার গিয়েছি বেনারস। আমার তো মনে হয়, প্রত্যেকের অন্তত একবার করে বেনারস যাওয়া উচিত।”
Posted by Arunima Ghosh on Monday, February 1, 2021
অরুণিমা অভিনীত দু’টি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘ষড়রিপু টু’ এবং ‘মায়াকুমারী’। প্রথম ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে তাঁর অভিনয়। আর অরিন্দম শীল পরিচালিত ‘মায়াকুমারী’তে অরুণা চৌধুরী নামে একজন স্ট্রাগলিং অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন অরুণিমা।
Posted by Arunima Ghosh on Friday, January 29, 2021
দু’টো ছবি একসঙ্গেই মুক্তি পেতে পারে বলে জানালেন তিনি। আগামী জুলাই থেকে ফের নতুন কাজ শুরু করার কথা জানালেন অরুণিমা।
আরও পড়ুন, ‘অনেকটা দায়িত্ব বেড়ে গেল’, কেন বললেন স্বস্তিকা দত্ত?