বলিউডে কি সত্যিই হওয়া উচিত ৮ ঘণ্টার কাজ? কী বললেন আশুতোষ রানা?

বলিউডের অন্যান্য তারকারাও এই দাবি নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। অনুরাগ বসু সহ কয়েকজন পরিচালক বলেন, কাজের সময় বেধে দিলে কাজের মান বজায় রাখা সহজ। আবার কিছু তারকাও মনে করেন, ভালো কাজের জন্য ৮ ঘণ্টার কাজের সীমা মানা উচিত।

বলিউডে কি সত্যিই হওয়া উচিত ৮ ঘণ্টার কাজ? কী বললেন আশুতোষ রানা?

Jan 29, 2026 | 4:13 PM

বেশ কিছুদিন ধরেই দীপিকা পাডুকোনের মন্তব্য নিয়ে আলোড়ন তৈরি হয়েছে বলিউডে। সম্প্রতি অভিনেত্রী স্পষ্টভাবে বলেছেন, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। মা হওয়ার পর পরিবার এবং সন্তানের যত্নের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। দীপিকার সিদ্ধান্তকে কেউ সমর্থন করেছেন, আবার কেউ বলেছেন, শুটিংয়ের বাস্তবতা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।

এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন আশুতোষ রানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ সময় কাজ করলে সৃজনশীলতা ও কর্মক্ষমতা হ্রাস পায়, তাই ৮ ঘণ্টার কাজের সময় বেঁধে দিলে কাজের মান বজায় থাকে।

আশুতোষ রানা বলেন, “আমরা সেরাটা দিতে চাই, অর্ধেক মনযোগে কাজ করতে চাই না।” তাঁর মতে, ৮ ঘণ্টার কাজ শুধুই দক্ষতার বিষয় নয়, এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও জরুরি। যথেষ্ট বিশ্রাম পেলে অভিনেতা ও শিল্পীরা তাদের পারফরম্যান্স বজায় রাখতে পারেন।

আশুতোষ আরও বলেন, কাজের সময় বেশি হলে মান কমে যায় এবং কর্মীর শারীরিক ও মানসিক শক্তি হ্রাস পায়। তাই ৮ ঘণ্টার কাজের সীমা মানা শুটিংয়ের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, যদি শুটিংয়ের পরিকল্পনা সঠিক ভাবে করা হয়, তবে ৮ ঘণ্টার মধ্যে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব।

 

বলিউডের অন্যান্য তারকারাও এই দাবি নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। অনুরাগ বসু সহ কয়েকজন পরিচালক বলেন, কাজের সময় বেধে দিলে কাজের মান বজায় রাখা সহজ। আবার কিছু তারকাও মনে করেন, ভালো কাজের জন্য ৮ ঘণ্টার কাজের সীমা মানা উচিত।

 

দীপিকার এই সিদ্ধান্তে আশুতোষ রানার সমর্থন বলিউডে আবার একটি বড় আলোচনার সূত্রপাত করেছে। বিশেষ করে মা হওয়ার পর শিল্পীদের কাজের সময়, বিশ্রাম এবং পারফরম্যান্সের ভারসাম্য বজায় রাখা নিয়ে ভাবছেন অনেকে। শুটিংয়ে দীর্ঘ সময় কাজ এবং অবসাদ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। শুটিং-এর সময় এবং কাজের মানের ভারসাম্য বজায় চলচ্চিত্রের গুণগত মানও বজায় থাকে বলে মনে করছেন অনেকে।