
প্রবীণ অভিনেতা আর জনপ্রিয় কৌতুকশিল্পী গোবর্ধন আসরানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার ৮৪ বছর বয়সে প্রয়াত হন। তাঁর মৃত্যু অসংখ্য ভক্তের মনে গভীর শোকের ছায়া ফেলেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মৃত্যুর মাত্র ১০ দিন আগে একটি অনুষ্ঠানে তিনি সঙ্গীতের তালে আনন্দের সঙ্গে নাচছেন।
গায়িকা পিঙ্কি মাইদাসানি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে একটি সিন্ধি গান পরিবেশন করতে দেখা যায় মঞ্চে, আর পাশেই ছিলেন আসরানি। শুরুতে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অন্যদের সহায়তায়, পরে তিনি নিজেই আনন্দে নাচতে শুরু করেন। পিঙ্কি ভিডিওটির ক্যাপশনে লেখেন, “মাত্র ১০ দিন আগের শেষ অনুষ্ঠান। তিনি মঞ্চে ছিলেন এবং সিন্ধি সুরে নাচছিলেন। কী অসাধারণ জীবন! সত্যিই এক রত্ন, আমাদের আপন লেজেন্ড, আসরানি সাহেব।”
ভিডিওর মন্তব্য বিভাগে উপচে পড়ে শ্রদ্ধা আর ভালোবাসা। অনেকে তাঁকে স্মরণ করেছেন একজন “অসাধারণ অভিনেতা”, একজন “প্রকৃত বিনোদনদাতা” হিসেবে। একজন লিখেছেন, “ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।” আরেকজন বলেন, “তিনি আমাদের হাসির কারণ ছিলেন।” আরেক আবেগঘন মন্তব্যে লেখা হয়েছে, “নিজের মত করে বাঁচা যাকে বলে। প্রতিটি চরিত্র তিনি এমন আন্তরিকতা ও দক্ষতায় উপস্থাপন করেছেন, যা আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। মনে হচ্ছে যেন নিজের কেউ চলে গেলেন।”
সোমবার সংবাদ সংস্থা জানায়, “অভিনেতা-পরিচালক গোবর্ধন আসরানি, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মুম্বইয়ে প্রয়াত হন। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় সান্তাক্রুজ শ্মশানে।” প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে, আসরানি হয়ে উঠেছিলেন হিন্দি সিনেমার অন্যতম প্রিয় মুখ। তাঁর দুর্দান্ত কমেডি টাইমিং ও প্রাণবন্ত অভিনয়ের জন্য তিনি স্মরণীয়। ৩৫০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অনেক স্মরণীয় চরিত্রের মধ্যে সবচেয়ে আইকনিক হলো ১৯৭৫ সালের ‘শোলে’ ছবির জেল সুপারিনটেন্ডেন্ট। সেই চরিত্রের সংলাপ এখন অনুরাগীদের মুখে-মুখে ঘুরছে।