Zubeen Garg, Copyright Issue: জুবিনের ৩৮ হাজার গানের মালিক কে? বাড়ছে জটিলতা

Assam News: মৃত্যুর ক’দিন আগে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর, জুবিন গর্গ নিজেই গিয়েছিলেন কালিতার বাড়িতে। তিনি বলেছিলেন, এই সংগ্রহ দেখে তাঁর 'অনেক পুরনো, ভুলে যাওয়া সৃষ্টিগুলো'র কথা মনে পড়ছে। বর্তমানে কালিতা যুক্ত হয়েছেন গর্গের বন্ধু ও ভক্তদের এক বৃহত্তর উদ্যোগে — যেখানে তাঁরা চেষ্টা করছেন তাঁর সৃষ্টিগুলোকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সহজলভ্য করতে এবং তাঁর পরিবার যাতে রয়্যালটি পায়, তা নিশ্চিত করতে। আর এখানেই আসছে সেই অমোঘ প্রশ্ন — কালিতা কি পারবেন?

Zubeen Garg, Copyright Issue: জুবিনের ৩৮ হাজার গানের মালিক কে? বাড়ছে জটিলতা

Nov 09, 2025 | 9:21 AM

১৯ সেপ্টেম্বর, ২০২৫। আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিলেন জুবিন গর্গ। ৩৩ বছরের সঙ্গীতজীবনে ৫২ বছর বয়সী গর্গ গেয়েছেন ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায়। আর জুবিনের গানের সংখ্যা? প্রায় ৩৮০০০-এর কাছাকাছি! সালটা ২০০৬, ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ জুবিনকে দিল তাঁর প্রথম ব্রেক, বলিউডে ঢুকে পড়লেন অসমিয়া গায়ক! আর ঠিক ১৯ বছর পর এই ২০২৫ সালে দাঁড়িয়ে একটা প্রশ্নই বিচলিত করছে জুবিনের পরিবারকে, তাঁর এই বিপুল সঙ্গীতসম্ভারের স্বত্ত্ব কার? জুবিনের নিজের লেবেলের মালিকানায় রয়েছে প্রচুর গান। আবার ৯০-এর দশক ও ২০০০ সালের পর থেকে অনেক গান প্রযোজক বা পরিবেশকের আওতায় রয়েছে, তাঁরা রয়্যালটি দিতেন সঙ্গীতশিল্পীকে। চলে গিয়েছেন জুবিন, আর তার ফলেই তৈরি হয়েছে এক অদ্ভুত সমস্যা। এই ৩৮০০০ গানের স্বত্ত্ব সঠিক লোকের হাতে থাকবে তো? জুবিনের গানের সবচেয়ে বড় কালেকশন কার কাছে? জুবিন গর্গ চলে গিয়েছেন, তবে রেখে গিয়েছেন এই বিপুল রত্নসম্ভার।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন