
১৯ সেপ্টেম্বর, ২০২৫। আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিলেন জুবিন গর্গ। ৩৩ বছরের সঙ্গীতজীবনে ৫২ বছর বয়সী গর্গ গেয়েছেন ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায়। আর জুবিনের গানের সংখ্যা? প্রায় ৩৮০০০-এর কাছাকাছি! সালটা ২০০৬, ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ জুবিনকে দিল তাঁর প্রথম ব্রেক, বলিউডে ঢুকে পড়লেন অসমিয়া গায়ক! আর ঠিক ১৯ বছর পর এই ২০২৫ সালে দাঁড়িয়ে একটা প্রশ্নই বিচলিত করছে জুবিনের পরিবারকে, তাঁর এই বিপুল সঙ্গীতসম্ভারের স্বত্ত্ব কার? জুবিনের নিজের লেবেলের মালিকানায় রয়েছে প্রচুর গান। আবার ৯০-এর দশক ও ২০০০ সালের পর থেকে অনেক গান প্রযোজক বা পরিবেশকের আওতায় রয়েছে, তাঁরা রয়্যালটি দিতেন সঙ্গীতশিল্পীকে। চলে গিয়েছেন জুবিন, আর তার ফলেই তৈরি হয়েছে এক অদ্ভুত সমস্যা। এই ৩৮০০০ গানের স্বত্ত্ব সঠিক লোকের হাতে থাকবে তো? জুবিনের গানের সবচেয়ে বড় কালেকশন কার কাছে? জুবিন গর্গ চলে গিয়েছেন, তবে রেখে গিয়েছেন এই বিপুল রত্নসম্ভার।...