মঞ্চে উঠতেই অরিজিতের দিকে ছোড়া হল…ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড়

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 26, 2024 | 2:27 PM

Arijit Singh: কেউ ছুড়ছেন টাকা। কেউ ছুড়ছেন ছবি আবার কেউ ছুড়ে দিচ্ছেন জামা। কিন্তু এত কিছুর মাঝেও তাঁর মুখে অমলিন হাসি। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিংয়ের। তিনি যে অন্য ধরনের মানুষ সে কথা বার বারই নানা ভাবে উঠে এসেছে। বেঙ্গালুরুতে গান গাইতে গিয়ে যা ঘটল গায়কের সঙ্গে।

মঞ্চে উঠতেই অরিজিতের দিকে ছোড়া হল...ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড়

Follow Us

কেউ ছুড়ছেন টাকা। কেউ ছুড়ছেন ছবি আবার কেউ ছুড়ে দিচ্ছেন জামা। কিন্তু এত কিছুর মাঝেও তাঁর মুখে অমলিন হাসি। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিংয়ের। তিনি যে অন্য ধরনের মানুষ সে কথা বার বারই নানা ভাবে উঠে এসেছে। বেঙ্গালুরুতে গান গাইতে গিয়ে যা ঘটল গায়কের সঙ্গে। সেই ভিডিয়ো দেখে চারিদিকে ছিঃ ছিঃ কাণ্ড।

অরিজিতের গান শুনতে ভিড় জমিয়েছিলেন অনেকে। দর্শকের থেকে গায়ক যে এমন ব্যবহার পাবেন এমনটা আশা করেননি কেউই। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিরক্ত হয়েছেন অরিজিতের অনুরাগীরা। নিজের মনে গান গাইছিলেন অরিজিত্‍। তার মধ্যেই মঞ্চে উড়ে এল ভক্তের সোয়েটার হুডি, কেউ ছুড়লেন টাকা। আবার কেউ গায়কের ছবিই ছুড়লেন। এত কিছুর পরেও গায়কের মুখের হাসি গেল না। শান্ত ভাবে মঞ্চ থেকে কুড়িয়ে নিলেন সেই হুডি। নিজের ছবিতে সই করে ফিরিয়ে দিলেন শ্রোতাদের। তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর চারিদিকে সমালোচনা শুরু হয়েছে।

 

কোনও এক ভক্ত লিখেছেন, “অরিজিতের সঙ্গে যাঁরা এমন ব্যবহার করেছেন, তাঁদের ভগবান ক্ষমা করবেন না।” আবার একজন লিখেছেন, “লজ্জা করল না অরিজিতের সঙ্গে এমন ব্যবহার করতে।” আবার এক অনুরাগীর মন্তব্য, “বেঙ্গালুরু এ কেমন ব্যবহার করল!” তবে এই প্রথম বার নয়। এর আগেও গায়কের সঙ্গে এমন ব্যবহার হয়েছে। যেমন এক কনসার্টে তাঁকে টাকা ছুড়ে দিয়েছিলেন কিছু ভক্ত। সঙ্গে সঙ্গে সেই টাকা কুড়িয়ে নিয়ে এমন কাজ করতে মানা করেছিলেন গায়ক। কিন্তু তার পরেও এমন ব্যবহার দেখে বিরক্ত অরিজিতের ভক্তরা।

Next Article
রাহার ‘ফ্লাইং কিস’ থেকে কৃতীর ‘মিস্ট্রি ম্যান’! বড়দিন কেমন কাটালেন বলিতারকারা?
পুলের ধারে দেব-রুক্মিণীর ডান্স, নায়কের জন্মদিনের ‘প্রাইভেট’ ভিডিয়ো ভাইরাল