Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেমিস্ট্রি পরীক্ষার আগে ডেট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ুষ্মান-তাহিরা!

আসলে এই বার্ষিকী বন্ধুদের সেলিব্রেশন। দুই বন্ধুর একসঙ্গে পথ চলার অনেকগুলো দিন পার হয়ে গেল।

কেমিস্ট্রি পরীক্ষার আগে ডেট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ুষ্মান-তাহিরা!
দম্পতি।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 8:02 PM

ছোটবেলার বন্ধু। পরবর্তী কালের জীবনসঙ্গী। বলিউড (bollywood) অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপের (TAHIRA KASHYAP) সম্পর্কটা এমনই। বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাহিরাকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান। শুভেচ্ছা বার্তা যেন এক বন্ধুকে লেখা আর এক বন্ধুর চিঠি।

আয়ুষ্মানের শেয়ার করা ছবিতে লাল রঙা টিশার্ট এবং শর্টস পরে দাঁড়িয়ে তাহিরা। চোখ নীচের দিকে। এই তাহিরা, যাঁকে বন্ধু হিসেবেই চিনতেন আয়ুষ্মান। যাঁর দিকে তাকাতে গিয়ে নাকি পরীক্ষার খারাপ রেজাল্টও করেছিলেন নায়ক!

আয়ুষ্মান লিখেছেন, ‘ক্লাস টুয়েলভের পরীক্ষায় আমার খারাপ রেজাল্টের জন্য এই মেয়েটা অনেকটা দায়ি। আমাদের কেমিস্ট্রি পরীক্ষার আগে ডেট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্বাভাবিক ভাবেই দুর্ধর্ষ ব়্যাঙ্ক করেছিলাম পরীক্ষায়। আমার চিকিৎসক হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ তাহিরা। না, এটা তোমার দোষ নয়। আমি খুব খারাপ মাল্টি টাস্কার। কারণ অন্যদিকে তুমি ছিলে।’

সম্পর্কের দু’দশক হয়ে গেল এই জুটির। প্রেম পর্বের শুরুতে যখন ফোনে কথা বলতেন, মনে ভয় থাকত বাবা-মায়েরা যেন প্যারালাল লাইনে তাঁদের কথা শুনতে না পান, সেই স্মৃতি আজ সর্বসমক্ষে শেয়ার করে নিয়েছেন আয়ুষ্মান। শেয়ার করেছেন বেড়াতে যাওয়ার গল্পও।

আসলে এই বার্ষিকী বন্ধুদের সেলিব্রেশন। দুই বন্ধুর একসঙ্গে পথ চলার অনেকগুলো দিন পার হয়ে গেল। আয়ুষ্মানের অভিনেতা হওয়ার লড়াইয়ে প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছেন তাহিরা। আবার তাহিরা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁকে মানসিক ভাবে সবথেকে বেশি সাহস দিয়েছিলেন আয়ুষ্মানই। দু’দশক পেরিয়ে আসলে এই জুটির ভাল থাকার সেলিব্রেশন।

আরও পড়ুন, পুরীতে পুজো দিয়ে নতুন ইনিংস শুরু করলেন রাজ