AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুরীতে পুজো দিয়ে নতুন ইনিংস শুরু করলেন রাজ

২০২১-এ হঠাৎ কী এমন হল, যাতে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ?

পুরীতে পুজো দিয়ে নতুন ইনিংস শুরু করলেন রাজ
জগন্নাথ মন্দিরে দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 15, 2021 | 6:43 PM
Share

তাঁরা ঈশ্বর বিশ্বাসী। তাঁরা জগন্নাথ দেবের ভক্ত। তাঁরা অর্থাৎ টলিউড (tollywood) পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ। প্রচারের ঠাসা কর্মসূচী থেকে সময় বের করে পুরীতে গিয়ে পুজো দিলেন দম্পতি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য ছবি শেয়ার করেছেন রাজ। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর দাঁড়িয়ে তাঁরা। সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ বন্ধুরা। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই নতুন পথে যাত্রা শুরু করতে চান রাজ।

গত কয়েক মাসে অনেকটাই বদলে গিয়েছে রাজ এবং শুভশ্রীর জীবন। তাঁদের কোলে এসেছে সন্তান। ছেলে অর্থাৎ ইউভানের বয়স সদ্য ছয় মাস পেরিয়ে গেল। পাশাপাশি এই প্রথম সরাসরি রাজনীতির ময়দানে কাজ শুরু করলেন রাজ।

২০২১-এ হঠাৎ কী এমন হল, যাতে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ? সদ্য নির্বাচনী প্রচারে ব্যারাকপুরে গিয়ে রাজ বলেন, “এমন একটা সময় এল, যখন কাছের মানুষরা দিদিকে ছেড়ে গেল। তখন মনে হল, দিদি যাদের আগলে রেখেছে, বিপদে আপদে পাশে থেকেছে, এই সময় যদি পাশে না থাকি, সেটা ঠিক নয়।” হালিশহরে বড় হওয়া রাজ দাবি করেছেন, ব্যারাকপুর তাঁর চেনা জায়গা।

আরও পড়ুন, ‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’-এ সানন্দা এবং মিনু

রাজনীতির ময়দানে লড়াই তো হবেই। কিন্তু তার জন্য সৌজন্য ভুলে যেতে নারাজ টলিউড। রাজের পুরীর ছবি দেখে কমেন্ট করেছেন অভিনেত্রী পার্নো মিত্র। তিনি রাজকে প্রসাদ নিয়ে আসার অনুরোধ করেছেন। পার্নো বিজেপির সক্রিয় সদস্য। কিন্তু সেই রাজনৈতিক পরিচয় যে বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি, তার উদাহরণ যেন দেখল টলি পাড়া।