হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতার

Apr 23, 2021 | 3:28 PM

গুজরাটি এবং হিন্দি ছবির দুনিয়ায় পরিচিত চরিত্রাভিনেতা ছিলেন অমিত। ছবিতে অভিনয়ের পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন চর্চিত নাম।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বন্দিশ ব্যান্ডিটস খ্যাত অভিনেতার
অমিত মিস্ত্রী

Follow Us

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতা অমিত মিস্ত্রীর। শুক্রবার সকালে আচমকা মৃত্যু হয় তাঁর। অভিনেতার পারিবারিক সূত্র থেকে জানা যাচ্ছে, মুম্বইয়ে আন্ধেরির বাড়িতেই ছিলেন অমিত। এ দিন সকালে আচমকাই হৃদরোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৪৭।

গুজরাটি এবং হিন্দি ছবির দুনিয়ায় পরিচিত চরিত্রাভিনেতা ছিলেন অমিত। ছবিতে অভিনয়ের পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন চর্চিত নাম। অ্যামাজন প্রাইমের সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’য়ে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল। এ ছাড়াও ‘এক চল্লিশ কি লাস্ট লোকাল’, ‘শোর ইন দ্য সিটি’, ‘আ জেন্টলম্যানসহ’ বেশ কিছু ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন– করোনা কাড়ল জীবনের সুর, প্রয়াত আইকনিক ‘নদিম-শ্রবণ’ জুটির শ্রবণ রাঠোর

 

তাঁর মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছে সিনটা (Cine And TV Artistes’ Association)… ২০০৪ থেকে সিনটার সঙ্গে যুক্ত ছিলেন অমিত। করণ গ্রোভার থেকে কুবরা শেঠ, করণবীর বোহরা, জ্যাকলিন ফার্নান্ডেজ…  এত অল্প বয়সে অমিতের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কিছুতেই।

 

 

Next Article