‘বাচ্চাটা তোর না আমার?’ পরিচারিকাকে সপাটে চড় মেরে বিতর্কে পরীমণি

ঢাকার ভাটারা থানায় এই অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, পরীমণি তার এক বছরের মেয়েকে খাবার খাওয়ানোর বিষয়ে পরিচারিকা পিংকি আক্তারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন।

বাচ্চাটা তোর না আমার? পরিচারিকাকে সপাটে চড় মেরে বিতর্কে পরীমণি

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 05, 2025 | 12:22 PM

আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির নাম। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি তাঁর পরিচারিকাকে মারধর করেছেন। ঢাকার ভাটারা থানায় এই অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, পরীমণি তার এক বছরের মেয়েকে খাবার খাওয়ানোর বিষয়ে পরিচারিকা পিংকি আক্তারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন বলেও খবর।

পিংকি আক্তার অভিযোগ করেছেন, ২০২২ সালের এপ্রিল মাসের ২ তারিখে, যখন তিনি পরীমণির মেয়েকে খাবার খাওয়াতে যাচ্ছিলেন, তখন অভিনেত্রী পরীমণি মেকআপ রুম থেকে বেরিয়ে এসে হঠাৎই তাঁকে কুকথা বলতে শুরু করেন। পিংকি দাবি করেন, “পরীমণি আমাকে বলেন, বাচ্চাটা কি তোর না আমার? এরপর তিনি আমাকে থাপ্পড় মারতে থাকেন এবং মাথায় জোরে আঘাত করেন।”

পিংকি আরও জানান, তিনি পরীমণির কাছে ক্ষমা চেয়েছেন, তবে পরীমণি তাঁকে কোনও উত্তর দেননি। পিংকি জানান, তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন এবং বিষয়টি নিয়ে আরও দূর যেতে তিনি প্রস্তুত।

এদিকে, ভাটারা থানার ওসি মহম্মদ মাজহারুল ইসলাম বলেছেন, “অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

এই ঘটনার পর এখনও পরীমণির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরীমণি, যিনি বেশ কিছুদিন ধরেই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ নতুন করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল।