AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহানায়িকা সুচিত্রা সেনকে অপমান করলেন মহম্মদ ইউনুস

বাংলাদেশের পাবনা জেলাতেই জন্ম হয় সুচিত্রা সেনের। সেখানেই কেটেছিল শৈশব। তারপর ছয়ের দশকে কলকাতায় চলে আসেন তিনি। তখন অবশ্য তাঁর নাম রমা। এরপরের ইতিহাস, ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায়।

মহানায়িকা সুচিত্রা সেনকে অপমান করলেন মহম্মদ ইউনুস
| Updated on: May 22, 2025 | 7:00 PM
Share

এবার সুচিত্রা সেনকে অপমান করলেন মহম্মদ ইউনুস। তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে নামাঙ্কিত ছাত্রীনিবাসের নাম রাতারাতি বদলে ফেলে ইউনুস যেন ফের স্পষ্ট করলেন ভারতের প্রতি বিদ্বেষকে! যে ইউনুস, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আঁচড় দিতেও দ্বিধাবোধ করেননি, এবার সেই ইউনুসের দেশের মাটিতেই অপমানিত হলেন ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা।

বাংলাদেশের পাবনা জেলাতেই জন্ম হয় সুচিত্রা সেনের। সেখানেই কেটেছিল শৈশব। তারপর ছয়ের দশকে কলকাতায় চলে আসেন তিনি। তখন অবশ্য তাঁর নাম রমা। এরপরের ইতিহাস, ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায়।

সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়েই তাঁর নামে ছাত্রী আবাসের নাম রাখা হয়েছিল। নাম ছিল সুচিত্রা সেন ছাত্রীনিবাস। গত মঙ্গলবার রাতারাতি নাম বদলে হল জুলাই ৩৬ ছাত্রী নিবাস।

মঙ্গলবার পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ তিনটি ছাত্র ও ছাত্রীনিবাসের নতুন নামফলক উন্মোচন করেন। সেই নাম ফলকেই দেখা গেল নতুন নামকরণ। শেখ রাসেল হস্টেলের নাম বদলে রাখা হয়েছে ‘বিজয়-২৪ ছাত্রবাস’ এবং বেগম ফজিলাতুন্নেসা হস্টেলের নতুন নামকরণ হয়েছে ‘আয়েশা সিদ্দিকা’।

পাবনা জেলার হেমসাগর লেনে ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেন সুচিত্রা সেন। হেমসাগর লেনের পৈতৃক ভিটেতেই তাঁর শৈশব কেটেছে। কথা ছিল তাঁর বাড়িকেও সংগ্রহশালা করার। সে কাজ অবশ্য কতদূর এগিয়েছে তা অবশ্য জানা যায় না। নাম বদলের পর সেই কাজ ভবিষ্যতে এগোবে কিনা তা নিয়েও প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে।