‘দুর্ঘটনা’র কবলে নোবেল, পড়ল ৩০টি সেলাই, ‘বৃদ্ধকে বাঁচাতে গিয়ে…’, দাবি গায়কের

Apr 23, 2021 | 1:15 PM

এর আগে বৃহস্পতিবার রাতে আর একটি পোস্ট শেয়ার করেন গায়ক। তাতে দেখা যায় তাঁর ডান চোখে ব্যান্ডেজ। সেই ছবির ক্যাপশনে নোবেল লেখেন, "আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।"

দুর্ঘটনার কবলে নোবেল, পড়ল ৩০টি সেলাই, বৃদ্ধকে বাঁচাতে গিয়ে..., দাবি গায়কের
সড়ক দুর্ঘটনায় আহত হলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আহসান নোবেল

Follow Us

সড়ক দুর্ঘটনায় আহত হলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আহসান নোবেল, সোশ্যাল মিডিয়ায় তেমনটাই দাবি করলেন গায়ক। শুক্রবার নিজের রক্তাক্ত ছবি পোস্ট করে নোবেল জানান, এক বয়স্ক মানুষকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সারা শরীরে সেলাই পড়েছে বেশ কয়েকটি।

নোবেল লেখেন, “এক বয়ষ্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারন লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।”

এর আগে বৃহস্পতিবার রাতে আর একটি পোস্ট শেয়ার করেন গায়ক। তাতে দেখা যায় তাঁর ডান চোখে ব্যান্ডেজ। সেই ছবির ক্যাপশনে নোবেল লেখেন, “আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।” নোবেলের ওই কমেন্টে ভিড় করেছিল মিশ্র প্রতিক্রিয়া। দুর্ঘটনা নিয়ে ‘মজা করায়’ তাঁকে কটাক্ষ করেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকের আবার দুর্ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। অবশেষে এ দিন নিজের সোশ্যাল মাধ্যমে রক্তাক্ত ছবি শেয়ার করেছেন গায়ক। ছবিতে দেখা যাচ্ছে ডান দিকের ভুরুতে গভিড় ক্ষত হয়েছে তাঁর। বৃদ্ধ মানুষকে বাঁচানোর কাজে জুটেছে প্রশংসা আবার একইসঙ্গে বিতর্কিত গায়ককে কেন্দ্র করে উঠেছে প্রশ্নও। যদিও তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা।

আরও পড়ুন- করোনা কাড়ল জীবনের সুর, প্রয়াত আইকনিক ‘নদিম-শ্রবণ’ জুটির শ্রবণ রাঠোর

বঙ্গের এক রিয়ালিটি শো’র মধ্যে দিয়েই উত্থান নোবেলের। যদিও একদা নোবেল ভক্তদের দাবি, হঠাৎ করেই খ্যাতির শীর্ষে পৌঁছে যাওয়া নোবেল তাঁর খ্যাতি ধরে রাখতে পারেননি নিজের দোষেই। ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে অসংবেদনশীল মন্তব্য– একের পর এক বক্তব্য রেখে অনুরাগীদের বিরাগভাজন হয়েছেন তিনি। ডাক পড়েছিল বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা RAB-এর তরফেও।

দিন কয়েক আগেই নারীর অগ্রাধিকার নিয়েও এক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। লিখেছিলেন, “ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আমরা ‘সমানাধিকার’ (নোবেল লিখেছেন সমাধিকার) শব্দটি ভুলে যাচ্ছিনা তো? কিছু হইলেই আগে পুরুষরে ধইরা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রীর মানসিক নির্যাতনের স্বীকার।” সে নিয়েও জল গড়িয়েছিল অনেক দূর।

Next Article