‘আরাধ্যা দেখে কী ভাববে?’ মেয়ের জন্যে কোন কাজ এড়িয়ে যান অভিষেক

গত একবছর ধরে শোনা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেকের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও স্বাভাবিক নয়। ফলে দূরত্ব বেড়েছে নাকি মেয়ে ও বাবার সম্পর্কে। সত্যি কি তাই! এবার সবটাই খোলসা করলেন অভিনেতা।

আরাধ্যা দেখে কী ভাববে? মেয়ের জন্যে কোন কাজ এড়িয়ে যান অভিষেক

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 21, 2025 | 7:08 PM

অভিষেক বচ্চন। বলিউডের অন্যতম অভিনেতা। বর্তমানে একের পর এক প্রজেক্ট তাঁর হাতে। কাজের পাশাপাশি তাঁ আরও এক পরিচয় রয়েছে, তিনি এক মেয়ের বাবা। এই মেযের আদর্শ বাবা হয়ে ওঠার যাত্রাপথটা তিনি কীভাবে বেছে নিয়েছেন, তার উত্তর এবার একবার নিজেই দেন অভিনেতা। গত একবছর ধরে শোনা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেকের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও স্বাভাবিক নয়। ফলে দূরত্ব বেড়েছে নাকি মেয়ে ও বাবার সম্পর্কে। সত্যি কি তাই! এবার সবটাই খোলসা করলেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন আরাধ্যার জন্মের পর কীভাবে তিনি নিজেকে পাল্টে ফেলেছেন। অভিষেক বচ্চন এখন বেজায় সচেতন হয়ে গিয়েছেন নিজের কাজের ক্ষেত্রে। তাঁর কথায়, “এমন কিছু যাতে যৌনতা রয়েছে, তাতে আমার সত্যি খুব অস্বস্তি হয়। আমি পর্দায় এগুলো দেখতে একেবারে পছন্দ করি না। নিজে ফোনে একা কিছু দেখার সময়ও যদি এমন কিছু চলে আসে, আমার তাতে অস্বস্তি হয়। যবে থেকে মেয়ে হয়েছে, তবে থেকে আমার মাথায় চলে আমার আমি এমন ছবি বা কাজ করব, যা আমি আমার মেয়ের সঙ্গে বসে দেখতে পারব। কখনও এটা ভাবতে চাই না, আরাধ্যা দেখে কী ভাববে?”

সম্প্রতি মুক্তি পেয়েছে বি হ্যাপি, যেখানে অভিষেক বচ্চনের অভিনয়ের প্রশংসা করছেন সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি অমিতাভ বচ্চনও। তবে কেবল পর্দায় নয়, বাস্তবেও যে অভিষেক এক ভাল বাবা হয়ে ওঠার সমস্ত চেষ্টা করেছেন, তা নিয়ে এবার মুখ খোলেন তিনি। মেয়ে বড় হয়েছে, বাবার কোনও কাজ দেখতে বসে যাতে তাঁকে অস্বস্তিতে পড়তে না হয়, সেই বিষয়ে নজর রাখেন তিনি। তাঁর কথায়, সন্তানদের জীবনে মায়ের ভূমিকা থাকবেই, তা বলে বাবাদের নিয়ে কোনও কন্টেন্ট হবে না, এমনটা নয়।