e

সায়ক চক্রবর্তী টলিপাড়ার পরিচিত মুখ। তিনি যেমন অভিনেতা, তেমনই কনটেন্ট ক্রিয়েটর। শুক্রবার রাতের দিকে সায়ক যে ঘটনা সামনে আনলেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পার্ক স্ট্রিটের এক পাবে খেতে গিয়েছিলেন সায়ক। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ আর সুকান্ত কুণ্ডু। তাঁরা একটা মাটন স্টেক অর্ডার করেছিলেন। কিন্তু তাঁদের না জানিয়েই পরিবেশন করা হয় বিফ স্টেক। যেহেতু তাঁদের খিদে পেয়েছিল, তাঁরা না বুঝে সেটা খেয়ে নেন।
এরপর ওয়েটার মাটন স্টেক নিয়ে এসে সার্ভ করেন। তখন সায়ক বুঝতে পারেন, তাঁকে না জানিয়েই বিফ স্টেক খাইয়ে দেওয়া হয়েছে। ওয়েটারের সঙ্গে সায়কের কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সায়ক ওয়েটারকে বলেন, ”আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না বলেই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন? আপনার ধর্ম কি? আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” ওয়েটার স্বীকার করে নেন, তিনি ভুল করেছেন।
ওয়েটার জানান, তিনি মুসলিম। তিনি শুয়োরের মাংস খান না। এরপর পাবের অন্যান্য ব্যক্তিদেরকে নিজের অভিযোগের কথা জানান সায়ক। তাঁরা অর্ডার করেছিলেন মাটন স্টেক। ওয়েটার শুনতে ভুল করেন। একই সঙ্গে মালিককে ডেকে পাঠাতে বলেন। বিষয়টা নিয়ে পাবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অনন্যা দাবি করেন, এটা একজন নিরামিষাশী মানুষকে মুরগির মাংস খাইয়ে দেওয়ার মতো অপরাধ।
লক্ষণীয় সম্প্রতি গায়িকা দেবলীনা নন্দীর বন্ধু হওয়ার জন্য চর্চায় ছিলেন সায়ক। দেবলীনা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। সেই সময়ে প্রথমে তিনি ফোন করেছিলেন সায়ককে। এবার সায়ক সমস্যার মুখে পড়ে সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানালেন।