একের পর এক সন্তান নষ্ট গৌরীর, শেষ শাহরুখ স্থির করেন…

Shah Rukh Khan Gossip: সেই অবস্থাতেই গৌরী খানকে বিয়ে করে ঘরে তুলেছিলেন শাহরুখ খান। স্বপ্ন দেখেছিলেন সুখে সংসার করার। কিন্তু সেখানেও বাধা আসে। সন্তান নেওয়ার পরিকল্পনা যবে থেকে করিয়েছিলেন, শুরু হয়েছিল নতুন লড়াই।

| Updated on: Jan 08, 2024 | 9:16 PM
শাহরুখ খান। জীবনের প্রতিটি ধাপেই একাধিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাঁকে। কেরিয়ারের শুরুতেই মা-বাবাকে হারাতে হয় তাঁকে। চোখের জলে ভেসেছিলেন।

শাহরুখ খান। জীবনের প্রতিটি ধাপেই একাধিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাঁকে। কেরিয়ারের শুরুতেই মা-বাবাকে হারাতে হয় তাঁকে। চোখের জলে ভেসেছিলেন।

1 / 8
স্থির করেছিলেন নিজেকে শেষ করে দেবেন। কিন্তু সাহস করে আবারও পথচলা শুরু করেছিলেন তিনি। এরপর গৌরী খানকে পাওয়ার চেষ্টা।

স্থির করেছিলেন নিজেকে শেষ করে দেবেন। কিন্তু সাহস করে আবারও পথচলা শুরু করেছিলেন তিনি। এরপর গৌরী খানকে পাওয়ার চেষ্টা।

2 / 8
মুম্বইয়ে এসে কেরিয়ার তৈরি করার লড়াই। কেউ পাশে ছিলেন না শুরুতে। সেই অবস্থাতেই গৌরী খানকে বিয়ে করে ঘরে তুলেছিলেন শাহরুখ খান।

মুম্বইয়ে এসে কেরিয়ার তৈরি করার লড়াই। কেউ পাশে ছিলেন না শুরুতে। সেই অবস্থাতেই গৌরী খানকে বিয়ে করে ঘরে তুলেছিলেন শাহরুখ খান।

3 / 8
স্বপ্ন দেখেছিলেন সুখে সংসার করার। কিন্তু সেখানেও বাধা আসে। সন্তান নেওয়ার পরিকল্পনা যবে থেকে করিয়েছিলেন, শুরু হয়েছিল নতুন লড়াই।

স্বপ্ন দেখেছিলেন সুখে সংসার করার। কিন্তু সেখানেও বাধা আসে। সন্তান নেওয়ার পরিকল্পনা যবে থেকে করিয়েছিলেন, শুরু হয়েছিল নতুন লড়াই।

4 / 8
সন্তান নেওয়ার যতই চেষ্টা করছেন তাঁরা ততই যেন পরিস্থিতি জটিল হতে শুরু করে। একের পর এক সন্তান গর্ভেই নষ্ট হতে থাকে গৌরী খানের।

সন্তান নেওয়ার যতই চেষ্টা করছেন তাঁরা ততই যেন পরিস্থিতি জটিল হতে শুরু করে। একের পর এক সন্তান গর্ভেই নষ্ট হতে থাকে গৌরী খানের।

5 / 8
ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। তবে হাল ছাড়েননি। গৌরী খানকে আগলে রাখতেন। একটা সময় সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছিলেন তাঁরা।

ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। তবে হাল ছাড়েননি। গৌরী খানকে আগলে রাখতেন। একটা সময় সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছিলেন তাঁরা।

6 / 8
তারপরই ১৯৯৭ সালে কোলে আসে আরিয়ান খান। তারপর আসে ২০০০ সালে সুহানা খান। পরিবার ভরে ওঠে শাহরুখ খান।

তারপরই ১৯৯৭ সালে কোলে আসে আরিয়ান খান। তারপর আসে ২০০০ সালে সুহানা খান। পরিবার ভরে ওঠে শাহরুখ খান।

7 / 8
আর গৌরী খানের সেই পরিস্থিতি দেখেই শাহরুখ স্থির করেছিলেন যে তৃতীয় সন্তান তিনি সারোগেসির মাধ্যমেই নেবেন। তাই করেছিলেন।

আর গৌরী খানের সেই পরিস্থিতি দেখেই শাহরুখ স্থির করেছিলেন যে তৃতীয় সন্তান তিনি সারোগেসির মাধ্যমেই নেবেন। তাই করেছিলেন।

8 / 8
Follow Us: