অজয় নন, স্বামীর বন্ধুর প্রেমে হাবুডুবু ছিলেন কাজল! জানেন তিনি কে?

গোপনেই বিয়ে সেরেছিলেন কাজল এবং অজয় দেবগণ। মিডিয়ার কাছ থেকে পুরো বিষয়টাই আড়ালে রেখেছিলেন তাঁরা। কিন্তু কাজল পরবর্তীকালে তাঁর সাংসারিক জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেছেন। তিনি জানান, অজয় এবং তার সন্তানদের নিয়ে তাঁর অর্ধেকটা সময় কেটে যায়।

অজয় নন, স্বামীর বন্ধুর প্রেমে হাবুডুবু ছিলেন কাজল! জানেন তিনি কে?

| Edited By: উত্‍সা হাজরা

Feb 04, 2025 | 9:23 PM

গোপনেই বিয়ে সেরেছিলেন কাজল এবং অজয় দেবগণ। মিডিয়ার কাছ থেকে পুরো বিষয়টাই আড়ালে রেখেছিলেন তাঁরা। কিন্তু কাজল পরবর্তীকালে তাঁর সাংসারিক জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেছেন। তিনি জানান, অজয় এবং তার সন্তানদের নিয়ে তাঁর অর্ধেকটা সময় কেটে যায়। তবে একটি মজার ঘটনা হল, বিয়ের আগে কাজল অজয়ের এক বন্ধুর প্রেমে পড়েছিলেন। অজয়কে সেই বন্ধুর প্রতি তাঁর অনুভূতির কথা বলতেন এবং তাঁকে ইমপ্রেস করার জন্য নানা টিপস নিতেন। জানেন, কে ছিলেন অজয়ের সেই সুপারস্টার বন্ধু?

অজয় সেই বন্ধু আর কেউ নন অভিনেতা অক্ষয় কুমার। হিন্দি ফিল্ম দুনিয়ায় অজয় এবং অক্ষয়ের বন্ধুত্বের নানা কাহিনি শোনা গিয়েছে। বহু ছবিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। অক্ষয় যখন ইন্ডাস্ট্রিতে নতুন মুখ, তখন থেকেই কাজলের তাঁকে ভাল লাগত। সোজা কথায়, অক্ষয়ের উপর বিশাল ক্রাশ খেয়েছিলেন কাজল। অজয় নাকি ছিলেন কাজলের বেস্ট ফ্রেন্ড। তাঁকে এসেই সব কথা শেয়ার করতেন কাজল। কোনও ছেলেকে ভাল লাগলে, পছন্দ হলে সবার আগে অজয়কেই জানাতেন কাজল। বান্ধবীর সমস্ত কথা কান পেতে শুনতেন অজয়। তারপর একদিন কাজল-অজয়ের মন দেওয়া-নেওয়া হয়। সত্যিই তাঁদের প্রেম হয়। প্রেম গড়ায় বিয়েতে। আর অক্ষয়? নাহ্, কাজলের সঙ্গে অক্ষয়ের বিষয়টা অধরাই। অক্ষয় বিয়ে করেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা অভিনেত্রী (এখন তিনি আর অভিনয় করেন না) টুইঙ্কেল খান্নাকে। তাঁরাও সুখের সংসার করছেন বহু বছর।