
অভিনেত্রী মধুমিতা সরকার সাত পাকে বাঁধা পড়বেন দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। ২৩ জানুয়ারি মধুমিতার বিয়ের তারিখ, সেটা এখন সকলেরই জানা। নিয়মিত আইবুড়ো ভাত খেয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন যুগলে। তবে আসল চমক শনিবার রাতে।
এদিন হচ্ছে প্রি-ওয়েডিং ব্যাশ। বারুইপুরের কাছে এক বাগানবাড়িতে জমবে আসর। অতিথিদের ড্রেসকোড কী হবে, তা বলে দেওয়া হয়েছে। ককটেল পার্টি যে জমজমাট হবে, তার আঁচ পাওয়া গেল। পরিবারের অনেকে যেমন আমন্ত্রণ পেয়েছেন, তেমনই বাংলা ছবির কিছু মুখকে উপস্থিত থাকতে বলেছেন অভিনেত্রী। শনিবারের সন্ধেবেলা নাচ-গানে ভরপুর হতে চলেছে, তা লেখা রয়েছে আমন্ত্রণপত্রে। তাই এটাকে সঙ্গীত বলা যেতে পারে। এখন বাঙালি বিয়ের সঙ্গে জুড়ে গিয়েছে নাচ-গানের অনুষ্ঠান। এক-একজন এক-একভাবে সাজিয়ে নিচ্ছেন বিয়ের অনুষ্ঠান। মধুমিতা-দেবমাল্যর বিয়ের সব অনুষ্ঠানই নজরকাড়া হতে চলেছে, সেটা আশা করা যায়।
এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন মধুমিতা সরকার। ধারাবাহিকের শুটিং থেকে তাঁদের প্রেম হয়েছিল। সেই সময়ে সোশ্যাল ম্যারেজ হয়নি। সেই হিসাবে এটাই মধুমিতার প্রথম সোশ্যাল ম্যারেজ। ২৩ জানুয়ারি হবে বিয়ের অনুষ্ঠান। সেখানেও বাংলা ছবির দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এই মুহূর্তে স্টার জলসায় একটা ধারাবাহিকে দেখা যাচ্ছে মধুমিতাকে। নীল ভট্টাচার্য তাঁর নায়ক। ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করছেন অভিনেতা। মধুমিতা বিয়ের আগে দেবমাল্যর সঙ্গে ফোটোশ্যুটও করেছেন। সেই ছবি দু’ জনে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। এখন তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা।